বাঙালির প্রিয় দিঘা দোলে ফাঁকা! কারণটা কী? এমন দিন আগে দেখেননি ব্যবসায়ীরা

Last Updated:
Digha: দিঘা থেকে পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছেন! দোলে এ কী অবস্থা সৈকত শহরের! কারণ শুনলে আপনিও সহমত হতে পারেন।
1/6
দুর্গাপুজোর পর থেকেই পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে দিঘায়। কারণটা কী? ব্যবসায়ীরা বলছেন, এমন দিন তাঁরা আগে দেখেননি।
দুর্গাপুজোর পর থেকেই পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে দিঘায়। কারণটা কী? ব্যবসায়ীরা বলছেন, এমন দিন তাঁরা আগে দেখেননি।
advertisement
2/6
একই অবস্থা মন্দারমনি ও তাজপুরেও। এবার দিঘায় নামমাত্র পর্যটকের দেখা মিলেছে। গত বছরও দোলের সময় দিঘায় রেকর্ড পর্যটক ছিলেন. তবে এবার এমন অবস্থা কেন! দোলে কেন ফাঁকা থাকল দিঘা!
একই অবস্থা মন্দারমনি ও তাজপুরেও। এবার দিঘায় নামমাত্র পর্যটকের দেখা মিলেছে। গত বছরও দোলের সময় দিঘায় রেকর্ড পর্যটক ছিলেন. তবে এবার এমন অবস্থা কেন! দোলে কেন ফাঁকা থাকল দিঘা!
advertisement
3/6
পর্যটকদের একাংশ ফেসবুকে লিখেছেন, দোলে দিঘার এমন হালের জন্য দায়ি স্থানীয় ব্যবসায়ীরা। ২ কিমি রাস্তা যেতে টোটো নেয় ২০ টাকা ভাড়া। ১০ টাকার আইসক্রিম ১৫, ৪০ টাকার কোলড্রিঙ্কস ৪৫ টাকা, ৫০ টাকার ভেজ মিল সপ্তাহান্তে হয়ে যায় ৭০ টাকা, ৩০০ টাকার হোটেল ভাড়া উইকএন্ডে ৭০০-৮০০ টাকা। এই জন্যই এবার পর্যটকরা দিঘা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
পর্যটকদের একাংশ ফেসবুকে লিখেছেন, দোলে দিঘার এমন হালের জন্য দায়ি স্থানীয় ব্যবসায়ীরা। ২ কিমি রাস্তা যেতে টোটো নেয় ২০ টাকা ভাড়া। ১০ টাকার আইসক্রিম ১৫, ৪০ টাকার কোলড্রিঙ্কস ৪৫ টাকা, ৫০ টাকার ভেজ মিল সপ্তাহান্তে হয়ে যায় ৭০ টাকা, ৩০০ টাকার হোটেল ভাড়া উইকএন্ডে ৭০০-৮০০ টাকা। এই জন্যই এবার পর্যটকরা দিঘা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
advertisement
4/6
এই মুহূর্তে দিঘায় থাকা পর্যকও একই কথা লিখেছেন। তাঁর দাবি, ব্যবসায়ীদের অতিরিক্ত লোভই দিঘার এমন হাল করে ছেড়েছে। বাঙালি পর্যটকরা এবার দিঘা থেকে মুখ ফিরিয়েছেন স্রেফ ব্যবসায়ীদের এমন সুযোগ বুঝে কোপ মারার স্বভাবের জন্য।
এই মুহূর্তে দিঘায় থাকা পর্যকও একই কথা লিখেছেন। তাঁর দাবি, ব্যবসায়ীদের অতিরিক্ত লোভই দিঘার এমন হাল করে ছেড়েছে। বাঙালি পর্যটকরা এবার দিঘা থেকে মুখ ফিরিয়েছেন স্রেফ ব্যবসায়ীদের এমন সুযোগ বুঝে কোপ মারার স্বভাবের জন্য।
advertisement
5/6
দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোশিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, গতবারও দোলের সময় দিঘায় সব হোটেল প্রায় বুকড ছিল। এবার সেখানে  বেশিরভাগ হোটেল ফাঁকা। একশ্রেণীর ব্যবসায়ীরা সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে রাখেন। দিঘায় বাজেট ট্যুরিস্টের সংখ্যা বেশি। ফলে তাঁরা এবার দিঘা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই ব্যাপারে ব্যবসায়ীদের এবার সতর্ক হতে হবে।
দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোশিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, গতবারও দোলের সময় দিঘায় সব হোটেল প্রায় বুকড ছিল। এবার সেখানে বেশিরভাগ হোটেল ফাঁকা। একশ্রেণীর ব্যবসায়ীরা সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে রাখেন। দিঘায় বাজেট ট্যুরিস্টের সংখ্যা বেশি। ফলে তাঁরা এবার দিঘা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই ব্যাপারে ব্যবসায়ীদের এবার সতর্ক হতে হবে।
advertisement
6/6
দোলে দিঘায় ঘুরতে যাওয়া অনেক পর্যটক বলছেন, গতবারের থেকে এবছর এই সময় দিঘায় পর্যটকের সংখ্যা ৫০ শতাংশ কম। যা কি না দিঘার ব্যবসায়ীদের জন্য উদ্বেগের।
দোলে দিঘায় ঘুরতে যাওয়া অনেক পর্যটক বলছেন, গতবারের থেকে এবছর এই সময় দিঘায় পর্যটকের সংখ্যা ৫০ শতাংশ কম। যা কি না দিঘার ব্যবসায়ীদের জন্য উদ্বেগের।
advertisement
advertisement
advertisement