Katwa Kartik Puja : প্রতিমা-মণ্ডপ সব পেছনে! কাটোয়া মেতে উঠবে তাসার তালে, কলকাতার দল নিয়ে শুরু চূড়ান্ত টক্কর

Last Updated:
Katwa Kartik Puja : কাটোয়ার কার্তিক লড়াইয়ের অন্যতম মূল আকর্ষণ কলকাতার তাসা বাজনা। এখনকার দিনে এই তাসা ছাড়া কার্তিক লড়াই যেন একরকম অসম্পূর্ণ!
1/4
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু হবে কাটোয়ার অন্যতম জনপ্রিয় উৎসব কার্তিক লড়াই। এই কার্তিক লড়াইকে কেন্দ্র করে শহর জুড়ে এখন থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। শহরের ক্লাব, পাড়ার যুবক থেকে সাধারণ মানুষ সবাই মেতে উঠেছেন প্রস্তুতিতে। বহু বছরের ঐতিহ্য বহন করা এই উৎসব কাটোয়ার মানুষের কাছে শুধু উৎসব নয়, এক গভীর আবেগ ও ঐতিহ্যের প্রতীক।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হবে কাটোয়ার অন্যতম জনপ্রিয় উৎসব কার্তিক লড়াই। এই কার্তিক লড়াইকে কেন্দ্র করে শহর জুড়ে এখন থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। শহরের ক্লাব, পাড়ার যুবক থেকে সাধারণ মানুষ সবাই মেতে উঠেছেন প্রস্তুতিতে। বহু বছরের ঐতিহ্য বহন করা এই উৎসব কাটোয়ার মানুষের কাছে শুধু উৎসব নয়, এক গভীর আবেগ ও ঐতিহ্যের প্রতীক। (তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/4
বর্তমানে আগের থেকে আরও বেশি আকর্ষণীয় হয়েছে এই উৎসবের শোভাযাত্রা। শহরের প্রতিটি ক্লাবই নিজেদের মত করে রঙিন আলোকসজ্জা, সজ্জিত প্রতিমা, নানান থিম ও বাজনার মাধ্যমে দর্শকদের মনোরঞ্জনের চেষ্টা করে। আলোকসজ্জার ঝলকানি, প্রতিমার নান্দনিকতা ও বাজনার তালে জমে ওঠে কাটোয়ার কার্তিক লড়াইয়ের রাত।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
বর্তমানে আগের থেকে আরও বেশি আকর্ষণীয় হয়েছে এই উৎসবের শোভাযাত্রা। শহরের প্রতিটি ক্লাবই নিজেদের মত করে রঙিন আলোকসজ্জা, সজ্জিত প্রতিমা, নানান থিম ও বাজনার মাধ্যমে দর্শকদের মনোরঞ্জনের চেষ্টা করে। আলোকসজ্জার ঝলকানি, প্রতিমার নান্দনিকতা ও বাজনার তালে জমে ওঠে কাটোয়ার কার্তিক লড়াইয়ের রাত।<span style="color: currentcolor;">তবে সবকিছুর মধ্যেও এই কার্তিক লড়াইয়ের অন্যতম মূল আকর্ষণ কলকাতার তাসা বাজনা। এখনকার দিনে এই তাসা ছাড়া কার্তিক লড়াই যেন একরকম অসম্পূর্ণ! প্রতি বছরই কাটোয়ার বিভিন্ন ক্লাব কলকাতা থেকে নামিদামি তাসা দল বুক করে নিয়ে আসে। কোন ক্লাবে কবে তাসা ঢুকবে, কোন তাসা বাজবে, এ নিয়ে শহরজুড়ে থাকে চরম উত্তেজনা ও আগ্রহ।</span>
advertisement
3/4
প্রত্যেকটি ক্লাবের মধ্যেই দেখা যায় তাসা বাজনায় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা। কোনও ক্লাব ৩৫ হাজার, আবার কেউ ৫০ হাজার বা তারও বেশি টাকা খরচ করে নিয়ে আসে নামকরা তাসা দল। একের পর এক তাসার ঢোকা নিয়ে যেন শহরজুড়ে উৎসবের আগুন আরও জ্বলে ওঠে। ঢোল, তাসা, ডঙ্কার শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা কাটোয়া।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
প্রত্যেকটি ক্লাবের মধ্যেই দেখা যায় তাসা বাজনায় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা। কোনও ক্লাব ৩৫ হাজার, আবার কেউ ৫০ হাজার বা তারও বেশি টাকা খরচ করে নিয়ে আসে নামকরা তাসা দল। একের পর এক তাসার ঢোকা নিয়ে যেন শহরজুড়ে উৎসবের আগুন আরও জ্বলে ওঠে। ঢোল, তাসা, ডঙ্কার শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা কাটোয়া।
advertisement
4/4
এবারও রাম শ্যাম ঢোল তাসা, শিবাজী ডঙ্কা, বোল বম, রোমিও, কৃষ্ণা ঢোল, ক্রান্তি ঢোল, সরাফত ঢোল তাসা, শেষনাগ, নিউ জামিনি ঢোল তাসা সহ আরও একাধিক নামিদামি দল আসবে কাটোয়ার বিভিন্ন ক্লাবে। দর্শকদের কাছে এই ঢোল-তাসার লড়াইও অন্যতম আকর্ষণ। সব মিলিয়ে কলকাতার তাসা এখন কাটোয়ার কার্তিক লড়াইয়ের অঙ্গ ও আবেগ দুটোই।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
এবারও রাম শ্যাম ঢোল তাসা, শিবাজী ডঙ্কা, বোল বম, রোমিও, কৃষ্ণা ঢোল, ক্রান্তি ঢোল, সরাফত ঢোল তাসা, শেষনাগ, নিউ জামিনি ঢোল তাসা সহ আরও একাধিক নামিদামি দল আসবে কাটোয়ার বিভিন্ন ক্লাবে। দর্শকদের কাছে এই ঢোল-তাসার লড়াইও অন্যতম আকর্ষণ। সব মিলিয়ে কলকাতার তাসা এখন কাটোয়ার কার্তিক লড়াইয়ের অঙ্গ ও আবেগ দুটোই। (তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement