Kali Puja : রঘু ডাকাতের কালী থেকে তারা মা, বাংলার কালীক্ষেত্র হয়ে উঠছে 'এই' শহর! অন্যদের টেক্কা দিতে খাওয়া-ঘুম ভুলেছেন শিল্পীরা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Kali Puja 2025 : দুর্গাপুরের ট্রাঙ্ক রোড কুমোরটুলিতে দক্ষিণেশ্বর, তারাপিঠের মা কালীর আদলে প্রতিমা তৈরির পাশাপাশি তৈরি হচ্ছে রঘু ডাকাতের কালি, পদ্মাসনা কালী সহ কালীর নানান রুপ।
অবশেষে রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মৃৎশিল্পীরা। আকাশ পরিষ্কার হতেই কোমর বেঁধে লেগে পড়েছিলেন কালী মূর্তি গড়ার কাজে। বরাতও মিলেছে ভালই। তবে মাত্র ২ দিন পরেই ডেলিভারি দিতে হবে কালী প্রতিমাগুলি। তাই নাওয়া খাওয়া ভুলেছেন মৃৎশিল্পীরা। <strong>(ছবি ও তথ্য : দীপিকা সরকার)</strong>
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দুর্গাপুরের সুখ্যাত মৃৎশিল্পী অভিজিৎ পাল জানান, আবহাওয়া খারাপ থাকার কারণে এবার খানিকটা দেরি করেই শুরু হয়েছিল কালী প্রতিমা তৈরির কাজ। তাই অল্প সময়ের মধ্যেই তৈরি করতে হচ্ছে সমস্ত প্রতিমা। রাত দিন এক করে নাওয়া খাওয়া ভুলে কাজ করছি আমরা। কারণ দুদিন পরেই বড় প্রতিমাগুলি ডেলিভারি দিতে হবে। <strong>(ছবি ও তথ্য :দীপিকা সরকার)</strong>