Anubrata Mondal Kali Puja 2023: অনুব্রত মণ্ডলের কালীপুজোয় বিরাট চমক! প্রতিহিংসা ভুলে দায়িত্ব কাঁধে নিলেন এই ব্যক্তি! কে তিনি?

Last Updated:
Anubrata Mondal Kali Puja 2023: কালীপুজোর উদ্বোধন করতেন অনুব্রত মণ্ডল। বর্তমানে তিনি জেলবন্দি থাকায় এ বার পুজোর দায়িত্ব নিলেন কাজল শেখ।
1/5
*গরু পাচার মামলায় বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় থেকে তিহারে জেলবন্দি। রাজনৈতিক প্রতিহিংসা ভুলে মঙ্গলবার কেষ্টর কালীপুজোর তদারকিতে আসেন জেলা সভাধিপতি কাজল শেখ। পুজোর দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন। সরেজমিনে ঘুরে দেখেন পুজোমণ্ডপ।
*গরু পাচার মামলায় বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় থেকে তিহারে জেলবন্দি। রাজনৈতিক প্রতিহিংসা ভুলে মঙ্গলবার কেষ্টর কালীপুজোর তদারকিতে আসেন জেলা সভাধিপতি কাজল শেখ। পুজোর দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন। সরেজমিনে ঘুরে দেখেন পুজোমণ্ডপ।
advertisement
2/5
*জেলে থাকায় বীরভূমের তৃণমূল কার্যালয়ের কালীপুজো এবং বোলপুরের নিচু পট্টির বাড়িপুকুর সম্মেলনী ক্লাবের কালীপুজোয় যোগ দিতে পারবেন না অনুব্রত মণ্ডল। এ দিন পুজোর তদারকিতে এসে কাজল শেখ কথা বলেন পুজোর উদ্যোক্তাদের সঙ্গে। মণ্ডল পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন পুজো নিয়ে।
*জেলে থাকায় বীরভূমের তৃণমূল কার্যালয়ের কালীপুজো এবং বোলপুরের নিচু পট্টির বাড়িপুকুর সম্মেলনী ক্লাবের কালীপুজোয় যোগ দিতে পারবেন না অনুব্রত মণ্ডল। এ দিন পুজোর তদারকিতে এসে কাজল শেখ কথা বলেন পুজোর উদ্যোক্তাদের সঙ্গে। মণ্ডল পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন পুজো নিয়ে।
advertisement
3/5
*বোলপুরে নিচু পট্টির বাড়িপুকুরের কালীপুজো এলাকায় 'কেষ্ট কালী' নামে পরিচিত অর্জন করেছে। এ বারে পুজোর ভার গিয়েছে অনুব্রতর ভাই এবং পাড়া প্রতিবেশীদের হাতে।
*বোলপুরে নিচু পট্টির বাড়িপুকুরের কালীপুজো এলাকায় 'কেষ্ট কালী' নামে পরিচিত অর্জন করেছে। এ বারে পুজোর ভার গিয়েছে অনুব্রতর ভাই এবং পাড়া প্রতিবেশীদের হাতে।
advertisement
4/5
*২০০০ সাল থেকে বোলপুরের তৃণমূল কার্যালয়ে কালীপুজো শুরু করেন অনুব্রত মণ্ডল নিজে হাতে। গত বছরের মত নিচুপট্টি এলাকার এ বছরও ৪৫ ফুটের কালী প্রতিমা তৈরি হয়েছে। এ বারে তাদের কালীপুজো ৫৬তম বর্ষে পদার্পণ করল।
*২০০০ সাল থেকে বোলপুরের তৃণমূল কার্যালয়ে কালীপুজো শুরু করেন অনুব্রত মণ্ডল নিজে হাতে। গত বছরের মত নিচুপট্টি এলাকার এ বছরও ৪৫ ফুটের কালী প্রতিমা তৈরি হয়েছে। এ বারে তাদের কালীপুজো ৫৬তম বর্ষে পদার্পণ করল।
advertisement
5/5
*এ বছর পুজোর দায়িত্বে রয়েছেন অনুব্রত মণ্ডলের ভাই প্রিয়ব্রত মণ্ডল। প্রত্যেক বছর মহা ধুমধামে বোলপুরের নিজের পাড়ার কালীপুজোর উদ্বোধন করতেন অনুব্রত মণ্ডল। তিনি জেলবন্দি থাকায় এ বারে পুজোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন কাজল শেখ।
*এ বছর পুজোর দায়িত্বে রয়েছেন অনুব্রত মণ্ডলের ভাই প্রিয়ব্রত মণ্ডল। প্রত্যেক বছর মহা ধুমধামে বোলপুরের নিজের পাড়ার কালীপুজোর উদ্বোধন করতেন অনুব্রত মণ্ডল। তিনি জেলবন্দি থাকায় এ বারে পুজোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন কাজল শেখ।
advertisement
advertisement
advertisement