Big Jalebi: বছরের এই সময়ে মাত্র ১৫ দিনের জন্য ভাজা হয় এই জাম্বো জিলিপি! খেতে দারুণ আর সাইজ একেবারে উ লা লা
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Big Jalebi: প্রায় ১৫ থেকে ২০ মিনিট লাগে একটি জিলিপি ভাজতে। ১৫ থেকে ২০ জন মিলে খেয়ে শেষ করতে পারেন না একটি জিলিপি
বাঁকুড়া: দেখুন থালার সাইজের জিলিপি। এরকম অতিকায় জিলিপি কোনদিন দেখেছেন? এক একটা জিলিপির ওজন প্রায় দেড় থেকে দুই কেজি। কে খাবে এত বড় জিলিপি? একমাত্র কুম্ভকর্ণই বোধ হয় খেতে পারবেন এই অতিকায় জিলিপি। বাঁকুড়া জেলায় পাওয়া যাচ্ছে ‘জাম্বো জিলিপি।’ ছোট গাড়ির চাকার সমান এক থেকে দু'কিলো সাইজের অতিকায় জিলিপি তৈরি হচ্ছে বাঁকুড়া জেলার বাঁকুড়া ১ ব্লকের কেঞ্জাকুড়া গ্রামে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







