Jhargram Weather Today: হু হু করে বইছে উত্তুরে বাতাস! ফের পারদের পতনের পূর্বাভাস ঝাড়গ্রামে, যা জানাচ্ছে আবহাওয়া দফতর
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jhargram Weather Today: গত কয়েক দিনের তুলনায় শনিবার জঙ্গলমহলের ঝাড়গ্রামের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায়। আর সামান্য তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে একেবারে হাড়কাঁপুনি ঠান্ডা থেকে সাময়িকভাবে মুক্তি মেলে। কিন্তু এরই মধ্যে আবার নতুন করে পারদ পতনের পূর্বাভাস মিলল।
advertisement
advertisement
advertisement
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা থেকে জানা গিয়েছে, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্থান বিশেষে ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে। তবে এরই মধ্যে আবারও পারদের পতন লক্ষ্য করা যেতে পারে।
advertisement
বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা থেকে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ সোমবার নতুন করে পারদের পতন লক্ষ্য করা যেতে পারে ঝাড়গ্রামে। সর্বনিম্ন তাপমাত্রা ফেরে ১০ ডিগ্রির নিচে নামতে পারে। টানা দু'দিন সোমবার ও মঙ্গলবার একই রকম আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। যদিও ঝাড়গ্রামে কোনও সতর্কতা আপাতত নেই।







