Jhargram Tourism: হাতের নাগালেই ঘুরে বেড়াচ্ছে ময়ূর! শীতে ঘুরে আসুন ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে, জমে যাবে ট্রিপ

Last Updated:
Jhargram Tourism: অন্যান্যদের মতো অবাধে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে জাতীয় পাখি। সুন্দর নীলাভ চেহারা, পিছনে পেখম, শীতের কুয়াশাচ্ছন্ন রাস্তায় হেঁটে বেড়ায় সে।
1/6
শীতের জঙ্গলমহল যেন এক অনন্য আনন্দ দেয়, সচরাচর তা অন্যত্র দেখা যায় না। শীতকালে ঝাড়গ্রাম জঙ্গলমহলে এলে তা উপভোগ করতে পারবেন। একদিকে যেমন সবুজ ক্ষেত্র মুগ্ধ করবে, তেমনই নজর কাড়বে বন্যপ্রাণীদের অবাধ বিচরণ। (ছবি এবং তথ্যঃ রঞ্জন চন্দ)
শীতের জঙ্গলমহল যেন এক অনন্য আনন্দ দেয়, সচরাচর তা অন্যত্র দেখা যায় না। শীতকালে ঝাড়গ্রাম জঙ্গলমহলে এলে তা উপভোগ করতে পারবেন। একদিকে যেমন সবুজ ক্ষেত্র মুগ্ধ করবে, তেমনই নজর কাড়বে বন্যপ্রাণীদের অবাধ বিচরণ। (ছবি এবং তথ্যঃ রঞ্জন চন্দ)
advertisement
2/6
জঙ্গলমহল ঝাড়গ্রামে এসে এবার বাড়তি পাওনা ময়ূর। এমনিতেই জঙ্গলমহলের একাধিক জায়গায় স্বাভাবিক মুরগি বা অন্য প্রাণীদের মত ময়ূর চড়ে বেড়ায়। তবে সচরাচর জঙ্গলমহলে এসে তা অনেকে দেখতে পান না। তবে এবার ঝাড়গ্রাম রাজবাড়ির সামনেই অবাধে ময়ূর চড়ে বেড়াতে দেখা গেল। তা দেখে বেশ আবেগাপ্লুত পর্যটকেরা।
জঙ্গলমহল ঝাড়গ্রামে এসে এবার বাড়তি পাওনা ময়ূর। এমনিতেই জঙ্গলমহলের একাধিক জায়গায় স্বাভাবিক মুরগি বা অন্য প্রাণীদের মত ময়ূর চড়ে বেড়ায়। তবে সচরাচর জঙ্গলমহলে এসে তা অনেকে দেখতে পান না। তবে এবার ঝাড়গ্রাম রাজবাড়ির সামনেই অবাধে ময়ূর চড়ে বেড়াতে দেখা গেল। তা দেখে বেশ আবেগাপ্লুত পর্যটকেরা।
advertisement
3/6
অন্যান্যদের মতো অবাধে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে জাতীয় পাখি। সুন্দর নীলাভ চেহারা, পিছনে পেখম, শীতের কুয়াশাচ্ছন্ন রাস্তায় হেঁটে বেড়াচ্ছে সে। ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে তাঁকে দেখে মোবাইলে ক্যামেরা বন্দি করেন অনেকে। এটাই বোধহয় শীতের বড় প্রাপ্তি।
অন্যান্যদের মতো অবাধে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে জাতীয় পাখি। সুন্দর নীলাভ চেহারা, পিছনে পেখম, শীতের কুয়াশাচ্ছন্ন রাস্তায় হেঁটে বেড়াচ্ছে সে। ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে তাঁকে দেখে মোবাইলে ক্যামেরা বন্দি করেন অনেকে। এটাই বোধহয় শীতের বড় প্রাপ্তি।
advertisement
4/6
ইতিমধ্যেই জঙ্গলমহল ঝাড়গ্রামে আসা পর্যটকেরা এবং ঝাড়গ্রাম রাজবাড়িতে থাকা পর্যটকেরা সাতসকালেই দৃশ্য উপভোগ করেছেন। ঝাড়গ্রাম ঘুরতে যাওয়া অধ্যাপক অশোক ব্যানার্জি বলেন, আগে শুনেছি ঝাড়গ্রামে ময়ূর এমনই ঘোরাঘুরি করে। তবে দেখার সৌভাগ্য হয়নি। এবার এসে তা প্রত্যক্ষ করলাম।
ইতিমধ্যেই জঙ্গলমহল ঝাড়গ্রামে আসা পর্যটকেরা এবং ঝাড়গ্রাম রাজবাড়িতে থাকা পর্যটকেরা সাতসকালেই দৃশ্য উপভোগ করেছেন। ঝাড়গ্রাম ঘুরতে যাওয়া অধ্যাপক অশোক ব্যানার্জি বলেন, আগে শুনেছি ঝাড়গ্রামে ময়ূর এমনই ঘোরাঘুরি করে। তবে দেখার সৌভাগ্য হয়নি। এবার এসে তা প্রত্যক্ষ করলাম।
advertisement
5/6
অবাধে ঘোরাফেরা করা এই ময়ূরকে কেউ বিরক্ত করেনি, তাঁর পথে কেউ বাধাও দেয়নি। নির্ভীক এদিক থেকে ওদিক ঘুরে বেড়ায় সে। খুঁটে খুঁটে খায় খাবার। স্বাভাবিকভাবে প্রকৃতির যেন এক অনন্য রূপ ধরা দিয়েছে সবার সামনে।
অবাধে ঘোরাফেরা করা এই ময়ূরকে কেউ বিরক্ত করেনি, তাঁর পথে কেউ বাধাও দেয়নি। নির্ভীক এদিক থেকে ওদিক ঘুরে বেড়ায় সে। খুঁটে খুঁটে খায় খাবার। স্বাভাবিকভাবে প্রকৃতির যেন এক অনন্য রূপ ধরা দিয়েছে সবার সামনে।
advertisement
6/6
শুধু যানবাহনের শব্দ, কোলাহল চিৎকার থেকে নিজেকে মুক্তি দেওয়া নয়। সবুজ গাছের ক্ষেত্র একদিকে যেমন নিজের মনকে শান্ত করবে, তেমনই অবাধে বিচরণ করা এমন বন্যপ্রাণ এক আলাদা আনন্দ দেবে। যে ময়ূরকে দেখতে চিড়িয়াখানায় যেতে হয়, তা এই রাজবাড়ির সামনে রাস্তায় সবার সামনে ধরা দিয়েছে। (ছবি এবং তথ্যঃ রঞ্জন চন্দ)
শুধু যানবাহনের শব্দ, কোলাহল চিৎকার থেকে নিজেকে মুক্তি দেওয়া নয়। সবুজ গাছের ক্ষেত্র একদিকে যেমন নিজের মনকে শান্ত করবে, তেমনই অবাধে বিচরণ করা এমন বন্যপ্রাণ এক আলাদা আনন্দ দেবে। যে ময়ূরকে দেখতে চিড়িয়াখানায় যেতে হয়, তা এই রাজবাড়ির সামনে রাস্তায় সবার সামনে ধরা দিয়েছে। (ছবি এবং তথ্যঃ রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement