Indian Railway: রেলের এই কোডগুলো জেনে টিকিট কাটেন? ভাড়া থেকে ট্রেনযাত্রা হবে সুখের!
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Train: ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একাধিক কোডের সঠিক অর্থ জানা নেই অধিকাংশ যাত্রীরই! জেনে নিন এই সমস্ত কোডের আসল মানে কী?
রেলে যাতায়াত করলে অবশ্যই জেনে রাখুন টিকিট বুকিং-এ এই কোড গুলি। রেলে আপনি নিশ্চয়ই অনেক কোড দেখেছেন, যেগুলো দেখার পর আপনি নিশ্চয়ই ভাবছেন যে এগুলোর মানে কী? আমরা যাত্রীরা বিভিন্ন সময়ে ভারতীয় রেলের বিভিন্ন পরিষেবা নিয়ে থাকি। অফিশিয়াল কাজে বা শুধুমাত্র নিছক ভ্রমণের জন্যই আমরা দূরপাল্লার ট্রেনে সফর করি।
advertisement
advertisement
যখন কোনও ট্রেন এ টিকিট বুক অথবা রিজার্ভেশন করা হয়, তখন টিকিটের বর্তমান অবস্থাকে ' বুকিং স্ট্যাটাস 'বলা হয়।PNR (প্যাসেঞ্জার নেম রেকর্ড) ভারতীয় রেলওয়ে পিএনআর, যা যাত্রীর নাম রেকর্ড নামেও পরিচিত একটি নম্বর যা একজন যাত্রীর ব্যক্তিগত তথ্য ধারণ করে। পিএনআর, প্রতিটি ট্রেন যাত্রার জন্য একটি অত্যাবশ্যকীয় নম্বর, যা থেকে যাত্রীদের অনলাইন বা স্টেশন কিয়স্কের মাধ্যমে আসন সংরক্ষণের অবস্থা, আসন সংরক্ষণ এবং যাত্রার বিবরণ জানতে সহায়তা করে।
advertisement
advertisement
advertisement
GNWL: জেনেরাল ওয়েটিং লিস্ট (Waiting List / General Waiting List) যাদের টিকিট ওয়েটিংয়ে থাকে তাঁদের জন্য এই কোডটি প্রযোজ্য। এই ওয়েটিং লিস্টের ক্ষেত্রে আপনার টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি আপনার টিকিটের অবস্থা GNWL 4/WL3 হয় এর মানে আপনি ৩ নম্বর ওয়েটিং লিস্টে রয়েছে। অর্থাৎ আপনার টিকিট ওয়েটিং থেকে নিশ্চিত হবে যখন ওই ট্রেনের জন্য আপনার আগে টিকিট কাটা ৩ জন যাত্রী তাঁদের যাত্রা বাতিল করবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







