Indian Railways: সিউড়ি-কলকাতা রেল যোগাযোগে বড়সড় ধাক্কা, চার দিন বন্ধ একাধিক ট্রেন, আপনার যাত্রাপথে সমস্যা হবে না তো?
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
ফলে সিউড়ি থেকে সরাসরি কলকাতা যাওয়ার তিনটি গুরুত্বপূর্ণ ট্রেনই, হুল এক্সপ্রেস, মেমু এবং ময়ূরাক্ষী এক্সপ্রেস একযোগে পরিষেবা বন্ধ বা রুট পরিবর্তিত অবস্থায় থাকবে।
advertisement
advertisement
নির্দিষ্ট কিছু দিনে হুল এক্সপ্রেস চললেও তার রুট ও সময়সূচিতে পরিবর্তন আসবে। রেল সূত্রে খবর, ২ রা নভেম্বর অর্থাৎ রবিবার, ১২ ও ১৬ নভেম্বর হাওড়া অভিমুখী হুল এক্সপ্রেস অন্ডাল হয়ে যাওয়ার পরিবর্তে সাঁইথিয়া ও বোলপুর হয়ে বর্ধমান পৌঁছাবে। অন্যদিকে, ৩, ৪ ও ১৪ নভেম্বর হাওড়া থেকে সিউড়িগামী হুল এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে এক ঘণ্টা দেরিতে ছাড়বে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
এছাড়া, হাওড়া-দেওঘর ময়ূরাক্ষী এক্সপ্রেস-এরও রুট পরিবর্তন করা হয়েছে। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই ট্রেনটি খানা জংশন থেকে অন্ডাল নয়, বরং বোলপুর হয়ে সাঁইথিয়া পৌঁছাবে। ফলে সিউড়ি থেকে সরাসরি কলকাতা যাওয়ার তিনটি গুরুত্বপূর্ণ ট্রেনই, হুল এক্সপ্রেস, মেমু এবং ময়ূরাক্ষী এক্সপ্রেস একযোগে পরিষেবা বন্ধ বা রুট পরিবর্তিত অবস্থায় থাকবে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, "দুর্গাপুর স্টেশনে চলা নন-ইন্টারলকিং কাজ সম্পূর্ণ হওয়ার পর সিগন্যাল ও ট্র্যাকের মান উন্নত হবে। দীর্ঘমেয়াদে যাত্রীদের জন্য এটি আরও নিরাপদ ও কার্যকর পরিষেবা নিশ্চিত করবে।" তবে আপাতত সিউড়ি থেকে কলকাতা অভিমুখী যাত্রীদের পড়তে চলেছে ভোগান্তির মুখে, কারণ চলতি মাসের আরও কয়েকটি দিনেও রেল যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই






