Indian Railways: সকাল থেকেই এই লাইনে বাতিল একাধিক ট্রেন, দেখে নিয়ে কাজে বেরোন

Last Updated:
Indian Railways : ১৪ ও ১৫ জুন শনি ও রবিবার হাওড়া ডিভিশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ এর কাজে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ
1/4
হাওড়া: হাওড়া ডিভিশনে ট্রাক রক্ষণাবেক্ষণ কাজে দু'দিনের ট্রেন চলাচলের নিয়ন্ত্রণ! হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন লিমিটে রিভার্স লাইনে পয়েন্ট ও ক্রশিং এবং আপ মেন লাইনের ডায়মন্ড পয়েন্ট ও ক্রশিং নতুন করার কাজ চলবে ১৪  ও ১৫  জুন শনি ও রবিবার। যে কারণে রাতে ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে বলে রেলের তরফে জানান হয় বিজ্ঞপ্তিতে। এর ফলে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ থাকবে৷ 
হাওড়া: হাওড়া ডিভিশনে ট্রাক রক্ষণাবেক্ষণ কাজে দু'দিনের ট্রেন চলাচলের নিয়ন্ত্রণ! হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন লিমিটে রিভার্স লাইনে পয়েন্ট ও ক্রশিং এবং আপ মেন লাইনের ডায়মন্ড পয়েন্ট ও ক্রশিং নতুন করার কাজ চলবে ১৪  ও ১৫  জুন শনি ও রবিবার। যে কারণে রাতে ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে বলে রেলের তরফে জানান হয় বিজ্ঞপ্তিতে। এর ফলে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ থাকবে৷
advertisement
2/4
১৪  জুন শনিবার যে সমস্ত ট্রেন বাতিল তা হল৩৭২৮১, ৩৭২৮৩, ৩৭২৮৫ হাওড়া - ব্যান্ডেল লোকাল। অন্যদিকে ৩৭২৮২, ৩৭২৮৬ ৩৭৩৯০ ব্যান্ডেল - হাওড়া লোকাল।
১৪  জুন শনিবার যে সমস্ত ট্রেন বাতিল তা হল
৩৭২৮১, ৩৭২৮৩, ৩৭২৮৫ হাওড়া - ব্যান্ডেল লোকাল।
অন্যদিকে ৩৭২৮২, ৩৭২৮৬ ৩৭৩৯০ ব্যান্ডেল - হাওড়া লোকাল।
advertisement
3/4
১৫ জুন রবিবার যে সমস্ত ট্রেন পথ পরিবর্তন করা হয়েছে তা হল৬৩৫০১ হাওড়া - বর্ধমান এ এম ইউ পদ পরিবর্তন করে হাওড়া বর্ধমান কর্ড লাইন হয়ে চলবে। ১৪  ও ১৫  জুন শনি ও রবিবার ৩৭২৮৭ হাওড়া - ব্যান্ডেল লোকাল চুঁচুড়াতে যাত্রা শেষ করবে। ৩৭২৯১ হাওড়া - ব্যান্ডেল লোকাল চুঁচুড়াতে যাত্রা শেষ করবে। ব্যান্ডেল এর পরিবর্তে চুঁচুড়া থেকে যাত্রা শুরু করে ৩৭২১২ ব্যান্ডেল - হাওড়া লোকালের পথে চলবে।
১৫ জুন রবিবার যে সমস্ত ট্রেন পথ পরিবর্তন করা হয়েছে তা হল
৬৩৫০১ হাওড়া - বর্ধমান এ এম ইউ পদ পরিবর্তন করে হাওড়া বর্ধমান কর্ড লাইন হয়ে চলবে।
১৪  ও ১৫  জুন শনি ও রবিবার ৩৭২৮৭ হাওড়া - ব্যান্ডেল লোকাল চুঁচুড়াতে যাত্রা শেষ করবে। ৩৭২৯১ হাওড়া - ব্যান্ডেল লোকাল চুঁচুড়াতে যাত্রা শেষ করবে। ব্যান্ডেল এর পরিবর্তে চুঁচুড়া থেকে যাত্রা শুরু করে ৩৭২১২ ব্যান্ডেল - হাওড়া লোকালের পথে চলবে।
advertisement
4/4
রেলের তরফে আরও জানান হয়, ব্লক চলাকালীন সময়ে কোনও স্পেশাল অথবা দেরিতে চলার ট্রেন অথবা নতুন চালু হওয়ার ট্রেন, পার্সেল ট্রেন বা টি ও ডি মাঝে থাকলে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি রেল যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাডড্রেসড সিস্টেম মেনে চলার নির্দেশিকা রেলের। Input- Rakesh Maity
রেলের তরফে আরও জানান হয়, ব্লক চলাকালীন সময়ে কোনও স্পেশাল অথবা দেরিতে চলার ট্রেন অথবা নতুন চালু হওয়ার ট্রেন, পার্সেল ট্রেন বা টি ও ডি মাঝে থাকলে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি রেল যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাডড্রেসড সিস্টেম মেনে চলার নির্দেশিকা রেলের। Input- Rakesh Maity
advertisement
advertisement
advertisement