IMD Weather Update: শীতের হাওয়ায় লাগল নাচন 'এই' জেলায়, পৌষের শেষবেলায় হাড়ে কাঁপন ধরাল ঠান্ডা

Last Updated:
IMD Weather Update: সোমবার হাজার হাজার মানুষ মকর সংক্রান্তির উপলক্ষে স্নান করবেন অজয়ের ঘাটে. তার আগে জাঁকিয়ে শীত পড়েছে বীরভূমে।
1/9
গত বছর মকর সংক্রান্তির আগে শীত কার্যত উধাও হয়ে গিয়েছিল দক্ষিণবঙ্গে। হাড় কাঁপানো ঠান্ডা একেবারেই ছিল না। তাপমাত্রা এতই বেড়ে গিয়েছিল যে, জানুয়ারিতেও গরম পোশাকের প্রয়োজন তেমন হয়নি বললেই চলে। সোমবার মকর সংক্রান্তির আগে শীতে কাঁপছে গোটা বীরভূম! (রিপোর্টার-- সৌভিক রায়)
গত বছর মকর সংক্রান্তির আগে শীত কার্যত উধাও হয়ে গিয়েছিল দক্ষিণবঙ্গে। হাড় কাঁপানো ঠান্ডা একেবারেই ছিল না। তাপমাত্রা এতই বেড়ে গিয়েছিল যে, জানুয়ারিতেও গরম পোশাকের প্রয়োজন তেমন হয়নি বললেই চলে। সোমবার মকর সংক্রান্তির আগে শীতে কাঁপছে গোটা বীরভূম! (রিপোর্টার-- সৌভিক রায়)
advertisement
2/9
সোমবার সকালে জয়দেবে অজয় নদে পুণ্যস্নান করবেন অসংখ্য মানুষ। পৌষের একেবারে শেষবেলায় শীতের যা দাপট যা রয়েছে তাতে সকালে স্নানের আগে বুক হাত পা কেঁপে যেতে বাধ্য! জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮-এর নিচে। ডিসেম্বর এর প্রথম সপ্তাহে শীতের দাপট খুব একটা দেখা যায়নি। তবে ডিসেম্বর এর দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেঠে বীরভূমে।
সোমবার সকালে জয়দেবে অজয় নদে পুণ্যস্নান করবেন অসংখ্য মানুষ। পৌষের একেবারে শেষবেলায় শীতের যা দাপট যা রয়েছে তাতে সকালে স্নানের আগে বুক হাত পা কেঁপে যেতে বাধ্য! জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮-এর নিচে। ডিসেম্বর এর প্রথম সপ্তাহে শীতের দাপট খুব একটা দেখা যায়নি। তবে ডিসেম্বর এর দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেঠে বীরভূমে।
advertisement
3/9
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই শীত যেন হাড় কাঁপুনি ধরিয়ে দিচ্ছে বীরভূমের বাসিন্দাদের। শ্রীনিকেতন হাওয়া অফিসের সূত্রে খবর, শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা কেবল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম নয়, এই মরশুমের সবচেয়ে কমও বটে।
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই শীত যেন হাড় কাঁপুনি ধরিয়ে দিচ্ছে বীরভূমের বাসিন্দাদের। শ্রীনিকেতন হাওয়া অফিসের সূত্রে খবর, শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা কেবল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম নয়, এই মরশুমের সবচেয়ে কমও বটে।
advertisement
4/9
বাইরে বেরোলেই উত্তুরে হাওয়ার কাঁপন টের পাচ্ছেন জেলাবাসী। ফের চাহিদা বেড়েছে শীত পোশাকের। ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০-এর নিচে পৌঁছেছিল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের শেষ দিকে বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে ফের গায়েব হয়ে গিয়েছিল শীত।
বাইরে বেরোলেই উত্তুরে হাওয়ার কাঁপন টের পাচ্ছেন জেলাবাসী। ফের চাহিদা বেড়েছে শীত পোশাকের। ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০-এর নিচে পৌঁছেছিল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের শেষ দিকে বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে ফের গায়েব হয়ে গিয়েছিল শীত।
advertisement
5/9
হালকা সোয়েটার, উইন্ডচিটার, মাফলারেই দিব্যি চলে যাচ্ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরা ফেরা করছিল ১৬ থেকে ১৮ ডিগ্রির আশপাশে। তবে গত তিন দিন থেকে এক রকম হাড় কাঁপানো শীত পড়েছে জেলায়।
হালকা সোয়েটার, উইন্ডচিটার, মাফলারেই দিব্যি চলে যাচ্ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরা ফেরা করছিল ১৬ থেকে ১৮ ডিগ্রির আশপাশে। তবে গত তিন দিন থেকে এক রকম হাড় কাঁপানো শীত পড়েছে জেলায়।
advertisement
6/9
তবে,সেটা সামলে নতুন বছরের প্রথম দিকে ফের কাঁপন ধরানো বাতাস বইতে শুরু করে জেলায়। দিন তিনেক তাপমাত্রা ঘোরাফেরা করছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের ধারেপাশে। তার পরেই পশ্চিমি ঝঞ্ঝার হানায় ফের শীত কমেছিল। জাঁকিয়ে শীত শুক্রবার থেকে টের পাচ্ছেন জেলার মানুষ।
তবে,সেটা সামলে নতুন বছরের প্রথম দিকে ফের কাঁপন ধরানো বাতাস বইতে শুরু করে জেলায়। দিন তিনেক তাপমাত্রা ঘোরাফেরা করছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের ধারেপাশে। তার পরেই পশ্চিমি ঝঞ্ঝার হানায় ফের শীত কমেছিল। জাঁকিয়ে শীত শুক্রবার থেকে টের পাচ্ছেন জেলার মানুষ।
advertisement
7/9
শুক্রবার জেলার সর্বনিম্ন তামমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সেই রেকর্ড ভেঙে গেল। ভারী সোয়েটার, জ্যাকেট, লেপ-কম্বলের আবার কদর বেড়েছে। আরাম পেতে আগুন জ্বালিয়ে হাত সেঁকে নেওয়া, গরম চা, তেলেভাজা বা লেপ জড়িয়ে জড়সড়হয়ে বিছানায় থাকার সুযোগ পেলে ছাড়ছেন না কেউ-ই।
শুক্রবার জেলার সর্বনিম্ন তামমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সেই রেকর্ড ভেঙে গেল। ভারী সোয়েটার, জ্যাকেট, লেপ-কম্বলের আবার কদর বেড়েছে। আরাম পেতে আগুন জ্বালিয়ে হাত সেঁকে নেওয়া, গরম চা, তেলেভাজা বা লেপ জড়িয়ে জড়সড়হয়ে বিছানায় থাকার সুযোগ পেলে ছাড়ছেন না কেউ-ই।
advertisement
8/9
তবে, এই শীত বেশিদিন ক্ষণস্থায়ী নাও হতে পারে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বা মেঘলা থাকবে আবহাওয়া। যদিও বীরভূম সেই তালিকায় নেই।
তবে, এই শীত বেশিদিন ক্ষণস্থায়ী নাও হতে পারে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বা মেঘলা থাকবে আবহাওয়া। যদিও বীরভূম সেই তালিকায় নেই।
advertisement
9/9
মকর সংক্রান্তি পর্যন্ত হাড় কাঁপানো ঠান্ডা থাকবে। সোমবার লক্ষ মানুষ অজয়ের ঘাটে স্নান করবেন। বসছে জয়দেব-কেঁদুলির বিখ্যাত মেলা। শনিবার থেকেই লোকজন অজয়ের ধারে আসতে শুরু করেছেন। (রিপোর্টার-- সৌভিক রায়)
মকর সংক্রান্তি পর্যন্ত হাড় কাঁপানো ঠান্ডা থাকবে। সোমবার লক্ষ মানুষ অজয়ের ঘাটে স্নান করবেন। বসছে জয়দেব-কেঁদুলির বিখ্যাত মেলা। শনিবার থেকেই লোকজন অজয়ের ধারে আসতে শুরু করেছেন। (রিপোর্টার-- সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement