Ilish or Hilsa: অত্যন্ত কম দাম, বাজারে ইলিশের বন্যা! পুজোর মুখে মৎস্যজীবীদের মুখে চওড়া হাসি! জানলে আপনিও অবাক হবেন
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Ilish or Hilsa: প্রতিদিনই দিঘা মৎস্য নিলাম কেন্দ্রে উঠে আসছে ইলিশ। সেপ্টেম্বরে শুধু ইলিশ না ইলিশের পাশাপাশি পমফ্রেট, চিংড়ি, পার্শে অন্যান্য সামুদ্রিক মাছ উঠে আসছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*মাঝে কয়েকদিন নিম্নচাপের দুর্যোগে সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা উঠতেই আবারও সমুদ্র পাড়ি দিয়েছে মৎস্যজীবীরা। দিঘায় মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের মৎস্যজীবীরা আশা এবার দুর্গাপুজোর সময়ও ভাল মাছ পাওয়া যাবে দিঘায়। আর তাতেই আশায় বুক বেঁধেছে মৎস্যজীবীরা। ভাল মাছ উঠে আসায় খুশির হাসি মৎস্যজীবী ও ট্রলার মালিকদের মনে। ফাইল ছবি।
advertisement
*এ প্রসঙ্গে দিঘা মোহনা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের-সহ সভাপতি নবকুমার পয়ড়্যা 'নিষেধাজ্ঞা উঠে যেতেই সমুদ্র পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার নৌকা ও ভুটভুটি। মাছের যোগান রয়েছে। আশা করা যায় আগামী কয়েকদিন ভাল মাছ উঠবে। নিম্নচাপের দুর্যোগ সরতেই চিত্রটা বদলেছে। আশা করা যায় পুজোর সময়ও ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছ উঠবে দিঘায়।" ফাইল ছবি।
advertisement
advertisement








