Birbhum News: বোলপুর স্টেশন নেমে সোজা ঘুরতে বেরিয়ে যাচ্ছেন! তাহলে মিস করছেন অনেক কিছুই
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
বোলপুর যাচ্ছেন তাহলে স্টেশনে নেমে চারিদিকে একটু চোখটা ঘুরিয়ে নেবেন দেখতে পাবেন নানান জিনিস
advertisement
আর এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন কিছু মাস আগেই সেজে উঠেছে তার নতুন রূপে।এখন বোলপুর স্টেশনে নামলেই পর্যটকদের মন আকর্ষণ হয়ে উঠবে।স্টেশনে নেমে পর্যটকদের স্টেশনের রূপ অনুভব করতে লেগে যাবে বেশ কয়েক ঘন্টা সময়!এক সময় যে সমস্ত কারুকার্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে দেখতে পাওয়া যেত সেই সমস্ত এখন দেখতে পাওয়া যাবে প্রতিকী চিত্র হিসাবে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে।
advertisement
বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের শিল্পী ভিজিল, রেশমি রাঘবনরা জানান, কলা ভবনের স্তম্ভহিসেবে স্বতন্ত্রভাবে চিহ্নিত হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, দিনকর কৌশিক, বিনোদ বিহারী সহ অন্যান্যরা।এসব প্রখ্যাত শিল্পীদের ছবির প্রদর্শনী হয়েছে দেশে-বিদেশে। তবে এই সমস্ত প্রদর্শনী হয়েছে দেশ-বিদেশে তবে বীরভূমের বাসিন্দাদের এইসব শিল্পীদের ছবি যাত্রীদের জনসমক্ষে তুলে ধরতেই এমন উদ্যোগ।
advertisement
বোলপুর শান্তিনিকেতন স্টেশনের এই সমস্ত চিত্রকলা পর্যটকদের মন আকর্ষণ করছে। অনেকেই স্টেশনে নেমে এই চিত্রকলার সঙ্গে নিজেদের ছবি ক্যামেরাবন্দি করছেন।এই চিত্রকলার পাশাপাশি পূর্ব রেলের তরফ থেকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে বিভিন্ন কাজকর্ম চলছে। যেমন স্টেশনে উন্নত মানের চলমান সিঁড়ি রয়েছে ঠিক তেমনি শৌচালয় থেকে শুরু করে জলের ব্যবস্থা হয়েছে।
advertisement