Howrah News: ব্যস্ত শহরবাসীর মন ভাল করার ঠিকানা এখন হাওড়ার এই ' রিংরোড'!
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
কেউ আসে জিভে জল আনা খাবারের টানে কেউ আবার নিরিবিলিতে সময় কাটাতে, ব্যস্ত শহরবাসীর ঠিকানা এখন রিংরোড
advertisement
advertisement
advertisement
advertisement
সকাল থেকেই বিভিন্ন খাবারের পসরা। সকালে জুস লস্যি টিফিনের হালকা খাবার। আর দুপুরে লাঞ্চ এর খাবার। রোদ্দুরের তাপ কমার সঙ্গে সঙ্গে ফুচকা ভুট্টা আইসক্রিম মোমো চাউমিন এগরোল কাবাব, আরও কত-কি ভ্যারাইটিজ খাবার। যত দিন গড়াচ্ছে, ছোট ছোট অস্থায়ী কাউন্টার গড়ে উঠছে। প্রায় প্রতিটি কাউন্টারে ভিন্ন খাবার দেখা যায়। এখানে খাবারের দাম ন্যায্য, যে কারণে কমবেশি প্রায় প্রত্যেক স্টলে খাবার আগ্রহ থাকে মানুষের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
