Howrah News: স্মার্ট ক্লাসে পড়াশোনা, খাদ্য মেলায় হাতে-কলমে ব্যবসার শিক্ষা! আত্মনির্ভর হওয়ার পাঠ হাওড়ার স্কুলে

Last Updated:
Howrah News: শিক্ষা ও সংস্কৃতির সার্থক মেলবন্ধনে এক অনন্য ও উৎসবমুখর দিনের সাক্ষী থাকল হাওড়ার বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়। 
1/8
একসঙ্গে অনুষ্ঠিত হল একাধিক শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচি, স্মার্ট ক্লাসের উদ্বোধন, ইতিহাস বিষয়ক কর্মশালা ও সংগ্রহশালা বিষয়ক আলোচনা, পঠন মেলা এবং খাদ্য মেলা। (ছবি ও তথ্য - রাকেশ মাইতি)
একসঙ্গে অনুষ্ঠিত হল একাধিক শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচি, স্মার্ট ক্লাসের উদ্বোধন, ইতিহাস বিষয়ক কর্মশালা ও সংগ্রহশালা বিষয়ক আলোচনা, পঠন মেলা এবং খাদ্য মেলা। (ছবি ও তথ্য - রাকেশ মাইতি)
advertisement
2/8
শিক্ষা ও সংস্কৃতির সার্থক মেলবন্ধনে এক অনন্য ও উৎসবমুখর দিনের সাক্ষী থাকল হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অন্তর্গত বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়। 
শিক্ষা ও সংস্কৃতির সার্থক মেলবন্ধনে এক অনন্য ও উৎসবমুখর দিনের সাক্ষী থাকল হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অন্তর্গত বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়। 
advertisement
3/8
দিনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ডঃ অর্ণব দত্ত ও সহদেব দোলুই তাঁদের বক্তব্যে জানান, স্মার্ট ক্লাস প্রাথমিক শিক্ষাকে আরও আকর্ষণীয়, প্রাণবন্ত ও যুগোপযোগী করে তুলবে এবং ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত করবে।
দিনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ডঃ অর্ণব দত্ত ও সহদেব দোলুই তাঁদের বক্তব্যে জানান, স্মার্ট ক্লাস প্রাথমিক শিক্ষাকে আরও আকর্ষণীয়, প্রাণবন্ত ও যুগোপযোগী করে তুলবে এবং ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত করবে।
advertisement
4/8
ইতিহাস বিষয়ক কর্মশালায় শিক্ষার্থীদের মধ্যে অতীতচর্চার আগ্রহ বাড়াতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিটি ছাত্রছাত্রীকে কেন্দ্রীয় সরকারের MSME দফতরের রেজিস্ট্রিকৃত সংস্থার পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়, যা পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়ায়।
ইতিহাস বিষয়ক কর্মশালায় শিক্ষার্থীদের মধ্যে অতীতচর্চার আগ্রহ বাড়াতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিটি ছাত্রছাত্রীকে কেন্দ্রীয় সরকারের MSME দফতরের রেজিস্ট্রিকৃত সংস্থার পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়, যা পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়ায়।
advertisement
5/8
একইসঙ্গে অনুষ্ঠিত পঠন মেলায় বিভিন্ন শিক্ষামূলক বইয়ের প্রদর্শনী ও পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে নজর কাড়ে। অপরদিকে, খাদ্য মেলায় ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে ঘরোয়া ও ঐতিহ্যবাহী নানা খাবারের স্টল সাজান হয়। পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিয়ে ডাস্টবিন ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরে।
একইসঙ্গে অনুষ্ঠিত পঠন মেলায় বিভিন্ন শিক্ষামূলক বইয়ের প্রদর্শনী ও পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে নজর কাড়ে। অপরদিকে, খাদ্য মেলায় ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে ঘরোয়া ও ঐতিহ্যবাহী নানা খাবারের স্টল সাজান হয়। পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিয়ে ডাস্টবিন ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরে।
advertisement
6/8
এদিন প্রতিমাসের মতোই পালিত হয় বিদ্যালয়ের অভিনব উদ্যোগ 'বৃক্ষসখা জন্মমাস'। চলতি মাসে যেসব ছাত্রছাত্রীর জন্মদিন, তারা গাছে রাখি পরিয়ে দেয়। শিক্ষক-শিক্ষিকা ও অতিথিরা তাদের পায়েস খাইয়ে উপহার ও আশীর্বাদ প্রদান করেন, যা অনুষ্ঠানে এক মানবিক ও পরিবেশবান্ধব মাত্রা যোগ করে।
এদিন প্রতিমাসের মতোই পালিত হয় বিদ্যালয়ের অভিনব উদ্যোগ 'বৃক্ষসখা জন্মমাস'। চলতি মাসে যেসব ছাত্রছাত্রীর জন্মদিন, তারা গাছে রাখি পরিয়ে দেয়। শিক্ষক-শিক্ষিকা ও অতিথিরা তাদের পায়েস খাইয়ে উপহার ও আশীর্বাদ প্রদান করেন, যা অনুষ্ঠানে এক মানবিক ও পরিবেশবান্ধব মাত্রা যোগ করে।
advertisement
7/8
বিদ্যালয়ের প্রধানশিক্ষক রাজদূত সামন্ত বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষা নয়, বরং প্রযুক্তি, ইতিহাস, পাঠাভ্যাস ও মূল্যবোধের সমন্বয়ে শিশুদের সার্বিক বিকাশ ঘটানো। স্মার্ট ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত হবে। আর পঠন মেলা, ইতিহাস কর্মশালা ও বৃক্ষসখার মত উদ্যোগ তাদের মননে মানবিকতা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলবে। আজকের এই উৎসব আমাদের সেই স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে দিল।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক রাজদূত সামন্ত বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষা নয়, বরং প্রযুক্তি, ইতিহাস, পাঠাভ্যাস ও মূল্যবোধের সমন্বয়ে শিশুদের সার্বিক বিকাশ ঘটানো। স্মার্ট ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত হবে। আর পঠন মেলা, ইতিহাস কর্মশালা ও বৃক্ষসখার মত উদ্যোগ তাদের মননে মানবিকতা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলবে। আজকের এই উৎসব আমাদের সেই স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে দিল।
advertisement
8/8
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও আবেগঘন করে তোলে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।অনুষ্ঠানে স্মার্ট ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অবর বিদ্যালয় পরিদর্শক (এস.আই) সুরাজ মন্ডল, বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ডঃ অর্ণব দত্ত এবং সহদেব দোলুই। (ছবি ও তথ্য - রাকেশ মাইতি)
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও আবেগঘন করে তোলে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।অনুষ্ঠানে স্মার্ট ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অবর বিদ্যালয় পরিদর্শক (এস.আই) সুরাজ মন্ডল, বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ডঃ অর্ণব দত্ত এবং সহদেব দোলুই। (ছবি ও তথ্য - রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement