Howrah News: স্মার্ট ক্লাসে পড়াশোনা, খাদ্য মেলায় হাতে-কলমে ব্যবসার শিক্ষা! আত্মনির্ভর হওয়ার পাঠ হাওড়ার স্কুলে
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Howrah News: শিক্ষা ও সংস্কৃতির সার্থক মেলবন্ধনে এক অনন্য ও উৎসবমুখর দিনের সাক্ষী থাকল হাওড়ার বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়।
advertisement
advertisement
দিনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ডঃ অর্ণব দত্ত ও সহদেব দোলুই তাঁদের বক্তব্যে জানান, স্মার্ট ক্লাস প্রাথমিক শিক্ষাকে আরও আকর্ষণীয়, প্রাণবন্ত ও যুগোপযোগী করে তুলবে এবং ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত করবে।
advertisement
advertisement
একইসঙ্গে অনুষ্ঠিত পঠন মেলায় বিভিন্ন শিক্ষামূলক বইয়ের প্রদর্শনী ও পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে নজর কাড়ে। অপরদিকে, খাদ্য মেলায় ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে ঘরোয়া ও ঐতিহ্যবাহী নানা খাবারের স্টল সাজান হয়। পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিয়ে ডাস্টবিন ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরে।
advertisement
advertisement
বিদ্যালয়ের প্রধানশিক্ষক রাজদূত সামন্ত বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষা নয়, বরং প্রযুক্তি, ইতিহাস, পাঠাভ্যাস ও মূল্যবোধের সমন্বয়ে শিশুদের সার্বিক বিকাশ ঘটানো। স্মার্ট ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত হবে। আর পঠন মেলা, ইতিহাস কর্মশালা ও বৃক্ষসখার মত উদ্যোগ তাদের মননে মানবিকতা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলবে। আজকের এই উৎসব আমাদের সেই স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে দিল।
advertisement
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও আবেগঘন করে তোলে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।অনুষ্ঠানে স্মার্ট ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অবর বিদ্যালয় পরিদর্শক (এস.আই) সুরাজ মন্ডল, বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ডঃ অর্ণব দত্ত এবং সহদেব দোলুই। (ছবি ও তথ্য - রাকেশ মাইতি)








