Howrah News: শীতের দুপুর-সন্ধ্যা, মন ভাল করার অপরূপ জায়গা! ক্ষণিকের জন্য হলেও অনেকেই ঢুঁ মারেন হাওড়ার এই এলাকায়

Last Updated:
Howrah News: এই দৃশ্য ভ্রমণপিপাসু মানুষের ভীষণ আকর্ষণের। শীতের সময় হাওড়ার এই স্থান এখন বহু মানুষের মন ভাল করার ঠিকানা। এখানে এলে সোনার বাংলার ছবি ধরা পড়ে চোখে, যে কারণে শীতে মানুষের ভিড় জমে এখানে।
1/5
এই দৃশ্য ভ্রমণপিপাসু মানুষের ভীষণ আকর্ষণের। শীতের সময় হাওড়ার এই স্থান এখন বহু মানুষের মন ভাল করার ঠিকানা। এখানে এলে সোনার বাংলার ছবি ধরা পড়ে চোখে, যে কারণে শীতে মানুষের ভিড় জমে এখানে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
এই দৃশ্য ভ্রমণপিপাসু মানুষের ভীষণ আকর্ষণের। শীতের সময় হাওড়ার এই স্থান এখন বহু মানুষের মন ভাল করার ঠিকানা। এখানে এলে সোনার বাংলার ছবি ধরা পড়ে চোখে, যে কারণে শীতে মানুষের ভিড় জমে এখানে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
সবুজ মাঠ আর নীল আকাশ মিশে গেছে যেখানে। তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তালগাছের সারি। ঘুরে বেড়াচ্ছে গরু-ছাগলের দল, এদিক ওদিক ফুটে রয়েছে নানা রঙের বোন ফুল। কিচিমিচি শালিক ঘুকু বুলবুলি ফিঙে পাখিদের গুঞ্জন।
সবুজ মাঠ আর নীল আকাশ মিশে গেছে যেখানে। তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তালগাছের সারি। ঘুরে বেড়াচ্ছে গরু-ছাগলের দল, এদিক ওদিক ফুটে রয়েছে নানা রঙের বোন ফুল। কিচিমিচি শালিক ঘুকু বুলবুলি ফিঙে পাখিদের গুঞ্জন।
advertisement
3/5
খোলা মাঠের বুক চিরে কালো পিচের মসৃণ রাস্তা। যেমন যোগাযোগ ব্যবস্থাকে সুগম করেছে এই সড়ক, তেমনই প্রকৃতিকে আরও সৌন্দর্য করে তুলেছে। রাস্তাকে আগলে রেখেছে বড় বড় গাছের সারি, তার দুই পাড়ে চাষের জমি। খোলা আকাশের নিচে স্নিগ্ধ বাতাস পেতে, শহরের ব্যস্ততা ভুলে যেতে সেখানেই ঢু মারছে মানুষ।
খোলা মাঠের বুক চিরে কালো পিচের মসৃণ রাস্তা। যেমন যোগাযোগ ব্যবস্থাকে সুগম করেছে এই সড়ক, তেমনই প্রকৃতিকে আরও সৌন্দর্য করে তুলেছে। রাস্তাকে আগলে রেখেছে বড় বড় গাছের সারি, তার দুই পাড়ে চাষের জমি। খোলা আকাশের নিচে স্নিগ্ধ বাতাস পেতে, শহরের ব্যস্ততা ভুলে যেতে সেখানেই ঢু মারছে মানুষ।
advertisement
4/5
এই শীতের সময় হাওড়ার উদয়নারায়নপুর জেলার শস্য ভাণ্ডার হয়ে ওঠে নয়নাভিরাম রূপে। প্রকৃতির অনন্য সাজ, বর্তমান সময়ে যেন সব কিছুকে পিছনে ফেলে মন আকৃষ্ট করছে মানুষের। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় সকলেই ভিড় জামাচ্ছে।
এই শীতের সময় হাওড়ার উদয়নারায়নপুর জেলার শস্য ভাণ্ডার হয়ে ওঠে নয়নাভিরাম রূপে। প্রকৃতির অনন্য সাজ, বর্তমান সময়ে যেন সব কিছুকে পিছনে ফেলে মন আকৃষ্ট করছে মানুষের। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় সকলেই ভিড় জামাচ্ছে।
advertisement
5/5
শহর হাওড়া থেকে কয়েক কিলোমিটার দূরত্ব। হাওড়া-আমতা রোড ধরে জগৎবল্লভপুর পার হলেই রাজাপুরগামী রাস্তা। এই রাস্তা ধরে কয়েক কিলোমিটার এগিয়ে গেলেই প্রকৃতির সৌন্দর্য করা স্থানে পৌঁছে যাওয়া যায় সহজে। এই শীতের সময় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা পর্যন্ত মানুষের ঢল নামে। লম্বা রাস্তার জনবহুল স্থানগুলিতে মুখরোচক খাবারের দোকান। এছাড়াও যেখানেই মানুষের উপস্থিতি সেখানেই অস্থায়ী খাবারের দোকান। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
শহর হাওড়া থেকে কয়েক কিলোমিটার দূরত্ব। হাওড়া-আমতা রোড ধরে জগৎবল্লভপুর পার হলেই রাজাপুরগামী রাস্তা। এই রাস্তা ধরে কয়েক কিলোমিটার এগিয়ে গেলেই প্রকৃতির সৌন্দর্য করা স্থানে পৌঁছে যাওয়া যায় সহজে। এই শীতের সময় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা পর্যন্ত মানুষের ঢল নামে। লম্বা রাস্তার জনবহুল স্থানগুলিতে মুখরোচক খাবারের দোকান। এছাড়াও যেখানেই মানুষের উপস্থিতি সেখানেই অস্থায়ী খাবারের দোকান। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement