Howrah News: শীতের দুপুর-সন্ধ্যা, মন ভাল করার অপরূপ জায়গা! ক্ষণিকের জন্য হলেও অনেকেই ঢুঁ মারেন হাওড়ার এই এলাকায়
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: এই দৃশ্য ভ্রমণপিপাসু মানুষের ভীষণ আকর্ষণের। শীতের সময় হাওড়ার এই স্থান এখন বহু মানুষের মন ভাল করার ঠিকানা। এখানে এলে সোনার বাংলার ছবি ধরা পড়ে চোখে, যে কারণে শীতে মানুষের ভিড় জমে এখানে।
advertisement
advertisement
advertisement
advertisement
শহর হাওড়া থেকে কয়েক কিলোমিটার দূরত্ব। হাওড়া-আমতা রোড ধরে জগৎবল্লভপুর পার হলেই রাজাপুরগামী রাস্তা। এই রাস্তা ধরে কয়েক কিলোমিটার এগিয়ে গেলেই প্রকৃতির সৌন্দর্য করা স্থানে পৌঁছে যাওয়া যায় সহজে। এই শীতের সময় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা পর্যন্ত মানুষের ঢল নামে। লম্বা রাস্তার জনবহুল স্থানগুলিতে মুখরোচক খাবারের দোকান। এছাড়াও যেখানেই মানুষের উপস্থিতি সেখানেই অস্থায়ী খাবারের দোকান। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
