Guinness World Record: নুন আনতে পান্তা ফুরায়, ঋণের টাকায় খেলা! সেই কুশল গড়ল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, গর্বে বুক ভরছে হাওড়াবাসীদের

Last Updated:
Howrah Guinness World Record: গত ১০ বছরে খেলোয়ার জীবনে জাতীয়ও আন্তর্জাতিক স্তরের পুরস্কার আগেই মিলেছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড খেলোয়াড় জীবনের সেরা সাফল্যের একটি বলেই জানান কুশল
1/5
টানা একঘন্টা পাঞ্চ এবং কিক করে 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ড' গড়ল হাওড়ার কুশল! অবিশ্বাসকে সম্ভব করল হাওড়ার তরুণ। গত কয়েক বছরে আন্তর্জাতিক স্তরে একাধিক সাফল্যের পর এবার বাংলার তরুণের নয়া পালক। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
টানা একঘন্টা পাঞ্চ এবং কিক করে 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ড' গড়ল হাওড়ার কুশল! অবিশ্বাসকে সম্ভব করল হাওড়ার তরুণ। গত কয়েক বছরে আন্তর্জাতিক স্তরে একাধিক সাফল্যের পর এবার বাংলার তরুণের নয়া পালক। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
গত ১০ বছরে বহু পদক জয়। দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে একাধিক সাফল্য। 'গিনেস ওয়ার্ল্ড' রেকর্ড খেলোয়াড় জীবনের অন্যতম সেরা প্রাপ্তি বলেই জানিয়েছেন।
গত ১০ বছরে বহু পদক জয়। দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে একাধিক সাফল্য। 'গিনেস ওয়ার্ল্ড' রেকর্ড খেলোয়াড় জীবনের অন্যতম সেরা প্রাপ্তি বলেই জানিয়েছেন।
advertisement
3/5
হাওড়া ডোমজুড় কোলড়া গ্রামের নিম্নবিত্ত পরিবারের কুশল ঘোষ। আন্তর্জাতিক স্তরের পদক জয়ের মাধ্যমে দেশ তথা বাংলার নাম উজ্জ্বল করেছে। এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কুশলের ঝুলিতে।
হাওড়া ডোমজুড় কোলড়া গ্রামের নিম্নবিত্ত পরিবারের কুশল ঘোষ। আন্তর্জাতিক স্তরের পদক জয়ের মাধ্যমে দেশ তথা বাংলার নাম উজ্জ্বল করেছে। এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কুশলের ঝুলিতে।
advertisement
4/5
শৈশব থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারে বেশ মনোযোগী। গ্রামে প্রথম ক্যারাটে প্রশিক্ষণ শুরু, এরপর একের পর এক সাফল্য। পরিবারের নুন আনতে পান্তা ফুরায়। কুশলের প্রতিভা তুলে ধরতে, ঋণের উপর ভরসা করে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে সাফল্য অর্জন করেছে।
শৈশব থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারে বেশ মনোযোগী। গ্রামে প্রথম ক্যারাটে প্রশিক্ষণ শুরু, এরপর একের পর এক সাফল্য। পরিবারের নুন আনতে পান্তা ফুরায়। কুশলের প্রতিভা তুলে ধরতে, ঋণের উপর ভরসা করে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে সাফল্য অর্জন করেছে।
advertisement
5/5
জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক সাফল্য। কুশল ঘোষ জানান,
জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক সাফল্য। কুশল ঘোষ জানান, "গত ১০ বছরে ক্যারাটে অনুশীলন। এই ওয়ার্ল্ড রেকর্ড আরও বেশি করে সামনের দিকে এগিয়ে দেবে। গত কয়েক বছরে লক্ষ্য ছিল, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের। অবশেষে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে ২০২৫ সালে সেই স্বপ্ন পূরণ।" (ছবি ও তথ্য: রাকেশ মাইতি )
advertisement
advertisement
advertisement