Hilsa Fish From Bangladesh: বাংলার বাজারে পদ্মার ইলিশ! আপনার পাতে কবে? কলকাতা-হাওড়া, কোন বাজারে দর কত?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Hilsa Fish From Bangladesh: দেরি হলেও ইলিশ (Ilish) তো এলো! মুখে হাসি তাই মাছের ব্যবসায়ীদের। রুপোলি ছটা ঠিকরে বেরোচ্ছে তাঁদের সেই হাসিতে।
advertisement
advertisement
advertisement
advertisement
হাওড়ার বাজারে ঢুকে পড়েছে ৮০ মেট্রিক টন বাংলাদেশী ইলিশ (Hilsa Fish From Bangladesh)। দাম কত? জানা যাচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা থেকে শুরু করে দাম উঠছে ওপরে। যত বড় ইলিশ তত বেশি দাম। বৃহস্পতিবার সকাল থেকে হাওড়া পাইকারি মাছ বাজারের শুরু হয়েছে ওই ইলিশের বেচাকেনা। হাওড়া পাইকারি মাছ বাজারে, সব মিলিয়ে আসছে ২ হাজার ৮২ মেট্রিক টন পদ্মার ইলিশ।
advertisement
advertisement
কাস্টমস ও বেনাপোল মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ আধিকারিক মাছের নমুনা পরীক্ষা করে রপ্তানির অনুমতি দেন। বুধবার বাংলাদেশের ইলিশ (Bangladesh Hilsa) রপ্তানিকারক প্রতিষ্ঠান খুলনার সাউদার্ন ফুড লি. ১৩ মেট্রিক টন ও ঢাকার ইউনিয়ন ভেন্টার লিমিটেড. ১০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছে। কলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জেকে ইন্টারন্যাশনাল ও সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ গ্রহণ করেছে। এসব ইলিশের সাইজ এক কেজি থেকে দেড় কেজি ওজনের।
advertisement
২০১২ সালে শেখ হাসিনার সরকার ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে, গত তিন বছর ধরে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ। ওপার বাংলার মাছ ব্যবসায়ী কাজি আব্দুল মান্নান বলেন, বাংলাদেশ সরকারের থেকে অনুমতি পেয়েছি, পুজোর আগে কলকাতার ইলিশ পাঠাতে পেরে খুশি, অবশেষে থেকে পেট্রাপোল মাছ আসতে শুরু করেছে, এবার বাংলাদেশেও মাছ উৎপাদন কম। তবে পুজোর আগেই যে বাঙালি পাতে ইলশেগুঁড়ি আর ইলিশের যুগলবন্দি সেকথা বলাই যায়।