Heavy Discount on Medicine: ২০%- ২৫% ছাড় পেয়েই ভাবছেন অনেক পেলেন, এখানে ওষুধের দোকানে ৮০% ছাড়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
Heavy Discount on Medicine: ৮০ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে ওষুধ! কোথায় রয়েছে এই দোকান ?শুনলে আপনিও অবাক হবেন , ১০০ টাকার ওষুধ পাওয়া যাচ্ছে মাত্র কুড়ি টাকায় !
: বর্তমান সময়ে চিকিৎসা পরিষেবায় ওষুধ কিনতে গিয়ে পকেট খালি হয়ে যায় মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষজনের। এবার সেই দুঃসময়ের দিন কাটতে চলেছে জঙ্গলমহলে। ১০ শতাংশ বা ২০ শতাংশ ছাড় নয়, ৮০ শতাংশ ছাড় থাকছে যে কোনও প্রকার ওষুধের উপর। ফলে সামান্য মূল্যে যে কোনও ওষুধ পেয়ে যাবে জঙ্গলমহলের মূলবাসী আদিবাসী থেকে শুরু করে সাধারণ মানুষজন। Photo- Representative
advertisement
advertisement
advertisement
শনিবার ঝাড়গ্রাম গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ন্যায্য মূল্যের ওষুধ দোকানের উদ্বোধন করেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সুস্মিতা ভট্টাচার্য, মেডিক্যাল কলেজের এমএসভিপি অভিরূপ পাখিরা, হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার সহ হাসপাতালের অন্যান্য আধিকারিক ও চিকিৎসকরা।
advertisement
advertisement
advertisement