দুয়ারে সরকারি পরিষেবা! 'এই' রোগাক্রান্তদের আর ছুটোছুটি করতে হবে না! জেলায় নয়া উদ্যোগ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Silicosis: রোগীদের জন্য অনুদান ও আর্থিক সহায়তার ব্যবস্থা থাকলেও এতদিন সেই পরিষেবা পেতে দৌড়তে হত বসিরহাট বা কলকাতার বিভিন্ন দফতরে
উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যাঃ সিলিকোসিস নামক মারণ ব্যাধি কেড়ে নিয়েছে বসিরহাট মহকুমার বহু পরিবারের প্রাণ। মিনাখাঁ ব্লকের ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের গোয়ালদহ, কলুপাড়া ও সন্দেশখালির বহু যুবক কাজের খোঁজে গিয়েছিলেন আসানসোল, অন্ডাল ও জামুরিয়ার পাথর খাদান ও সিমেন্ট কারখানায়। সামান্য রোজগারের আশাই তাঁদের জীবনে নিয়ে আসে অকাল অন্ধকার।
advertisement
advertisement
advertisement
কিন্তু এবার ছবিটা পাল্টে গেল। বসিরহাট স্বাস্থ্য জেলার সহযোগিতায় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে আয়োজিত বিশেষ ক্যাম্পে আক্রান্তদের বাড়ির কাছেই স্বাস্থ্য পরীক্ষা ও সরকারি পরিষেবা দেওয়া হল। নতুন করে কেউ এই রোগে আক্রান্ত হয়েছে কিনা তাও খতিয়ে দেখলেন স্বাস্থ্য আধিকারিকরা। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
advertisement