Travel: শ‍্যুটিং হয়েছে বাংলা, হিন্দি সিনেমার! প্রি-ওয়েডিং হোক বা পুজোর ছুটি, এই রাজবাড়িকেই বেছে নিচ্ছে সবাই! কোথায় আছে জানেন?

Last Updated:
পূর্ব বর্ধমানেই রয়েছে এমন এক জায়গা, যা এখন প্রি-ওয়েডিং শ‍্যুটের জন্য আদর্শ।
1/5
বিয়ের মরশুম মানেই নতুন প্রস্তুতি, আনন্দ আর হাজারো স্মৃতির খনি। আজকের দিনে সেই স্মৃতিকে আরও বিশেষ করে রাখতে প্রি-ওয়েডিং শুট যেন বিয়ের অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে। পাত্র-পাত্রীরা বিয়ের আগে নিজেদের সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখেন, যা ভবিষ্যতের জন্য থেকে যায় অমূল্য সম্পদ হিসেবে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
বিয়ের মরশুম মানেই নতুন প্রস্তুতি, আনন্দ আর হাজারো স্মৃতির খনি। আজকের দিনে সেই স্মৃতিকে আরও বিশেষ করে রাখতে প্রি-ওয়েডিং শ‍্যুট যেন বিয়ের অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে। পাত্র-পাত্রীরা বিয়ের আগে নিজেদের সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখেন, যা ভবিষ্যতের জন্য থেকে যায় অমূল্য সম্পদ হিসেবে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
প্রি-ওয়েডিং শুটের জন্য অনেকেই দূর দূরান্তে ছুটে যান, খুঁজে নেন অনন্য সব লোকেশন। কিন্তু তার জন্য আলাদা কষ্ট বা দীর্ঘ যাত্রার প্রয়োজন নেই। পূর্ব বর্ধমানেই রয়েছে এমন এক জায়গা, যা এখন প্রি-ওয়েডিং শুটের জন্য আদর্শ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
প্রি-ওয়েডিং শ‍্যুটের জন্য অনেকেই দূর দূরান্তে ছুটে যান, খুঁজে নেন অনন্য সব লোকেশন। কিন্তু তার জন্য আলাদা কষ্ট বা দীর্ঘ যাত্রার প্রয়োজন নেই। পূর্ব বর্ধমানেই রয়েছে এমন এক জায়গা, যা এখন প্রি-ওয়েডিং শ‍্যুটের জন্য আদর্শ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
এ জায়গাটি হল আউশগ্রামের ঐতিহ্যবাহী কালিকাপুর রাজবাড়ি। অতীতের গৌরব বহন করা এই রাজবাড়িটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। সম্প্রতি এই রাজবাড়িকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে, ফলে এর আভিজাত্য আরও বহুগুণ বেড়ে গেছে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
এ জায়গাটি হল আউশগ্রামের ঐতিহ্যবাহী কালিকাপুর রাজবাড়ি। অতীতের গৌরব বহন করা এই রাজবাড়িটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। সম্প্রতি এই রাজবাড়িকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে, ফলে এর আভিজাত্য আরও বহুগুণ বেড়ে গিয়েছে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
রাজবাড়ির বিশেষত্ব হল, এখানে ইতিমধ্যেই হিন্দি ও বাংলা সিনেমার শুটিং হয়েছে। সিনেমার পর্দায় যে জায়গার সৌন্দর্য ধরা পড়ে, সেখানে ভালো ছবি উঠবে, তা বলাই বাহুল্য। ফলে নবদম্পতির জন্য এটি হতে পারে একেবারে অনন্য অভিজ্ঞতা। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
রাজবাড়ির বিশেষত্ব হল, এখানে ইতিমধ্যেই হিন্দি ও বাংলা সিনেমার শ‍্যুটিং হয়েছে। সিনেমার পর্দায় যে জায়গার সৌন্দর্য ধরা পড়ে, সেখানে ভাল ছবি উঠবে, তা বলাই বাহুল্য। ফলে নবদম্পতির জন্য এটি হতে পারে একেবারে অনন্য অভিজ্ঞতা।
তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
তবে শুট করতে গেলে আগে থেকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা বাঞ্ছনীয়। শুটিং করার জন্য সামান্য কিছু অর্থ দিতে হয়, কিন্তু তার বিনিময়ে যে স্মৃতি তৈরি হবে তা নিঃসন্দেহে অমূল্য। তাই প্রি-ওয়েডিং শুটের জন্য কালিকাপুর রাজবাড়ি এখন একেবারে আদর্শ গন্তব্য। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
তবে শ‍্যুট করতে গেলে আগে থেকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা বাঞ্ছনীয়। শ‍্যুটিং করার জন্য সামান্য কিছু অর্থ দিতে হয়, কিন্তু তার বিনিময়ে যে স্মৃতি তৈরি হবে তা নিঃসন্দেহে অমূল্য। তাই প্রি-ওয়েডিং শ‍্যুটের জন্য কালিকাপুর রাজবাড়ি এখন একেবারে আদর্শ গন্তব্য। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
advertisement