Travel: শ্যুটিং হয়েছে বাংলা, হিন্দি সিনেমার! প্রি-ওয়েডিং হোক বা পুজোর ছুটি, এই রাজবাড়িকেই বেছে নিচ্ছে সবাই! কোথায় আছে জানেন?
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
পূর্ব বর্ধমানেই রয়েছে এমন এক জায়গা, যা এখন প্রি-ওয়েডিং শ্যুটের জন্য আদর্শ।
বিয়ের মরশুম মানেই নতুন প্রস্তুতি, আনন্দ আর হাজারো স্মৃতির খনি। আজকের দিনে সেই স্মৃতিকে আরও বিশেষ করে রাখতে প্রি-ওয়েডিং শ‍্যুট যেন বিয়ের অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে। পাত্র-পাত্রীরা বিয়ের আগে নিজেদের সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখেন, যা ভবিষ্যতের জন্য থেকে যায় অমূল্য সম্পদ হিসেবে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
advertisement
advertisement
তবে শ‍্যুট করতে গেলে আগে থেকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা বাঞ্ছনীয়। শ‍্যুটিং করার জন্য সামান্য কিছু অর্থ দিতে হয়, কিন্তু তার বিনিময়ে যে স্মৃতি তৈরি হবে তা নিঃসন্দেহে অমূল্য। তাই প্রি-ওয়েডিং শ‍্যুটের জন্য কালিকাপুর রাজবাড়ি এখন একেবারে আদর্শ গন্তব্য। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী









