হাওড়ায় বাঘরোল পিটিয়ে মারার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, অভিযোগ দায়ের বনদফতরের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
advertisement
advertisement
advertisement
*গ্রামবাসীরা তদন্তে কোনও সাহায্য করছে না বলে দাবি করেছেন হাওড়া জেলা বনদফতরের অতিরিক্ত ফরেস্ট অফিসার শ্রীকান্ত ঘোষ। তিনি বলেন, দু-দিন আগে জুজারসাহা এলাকায় একটি পুকুরে মাছ ধরতে নামার সময় গ্রামবাসীরা একটি পূর্ণ বয়স্ক বাঘরোলকে পিটিয়ে মারে এবং সেই ছবি বিভিন্ন স্যোসাল মিডিয়া ছড়িয়ে পড়ে। সেখান থেকেই তারা তথ্য পেয়ে অভিযুক্তদের খুঁজতে শুরু করেন। ছবিঃ সংগৃহীত।
advertisement
*তবে এখনও অভিযুক্তদের খোঁজ তো মেলেইনি উপরন্তু মৃতদেহটি উদ্ধার করতে পারেনি বনদফতর। এই নৃশংস ঘটনার পরিপেক্ষিতে পরিবেশ কর্মী শুভজিত ঘোষ জানান, বাঘরোল রাজ্যের প্রাণী। হাওড়ার গ্রামাঞ্চলে সবথেকে বেশি বাঘরোলের দেখা মেলে। কিছুটা ভয়ঙ্কর হলেও এরা সাধারণত মাছ, মুরগি ছোট পাখি স্বীকার করেই নিজেদের পেট ভরায়, মানুষের কোন ক্ষতি করেন না। এমনকি এরা কিছুটা ভীতু প্রকৃতির হয়।
advertisement
advertisement