Film Festival: এক অন্য ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল দেখল পাহাড়প্রেমী মানুষজন! কী দেখান হল? জানুন

Last Updated:
Film Festival: জেলার বুকে এ যেন এক অন্য ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল দেখল উৎসাহী মানুষজন ।
1/6
*জেলার বুকে এ যেন এক অন্য ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল দেখল পাহাড়প্রেমী মানুষ। রোম্যান্স, কমেডি, নায়ক নায়িকা গান না থাকলেও, একেবারে রুদ্ধশ্বাস কয়েক ঘণ্টা কাটাল দর্শক আসন।
*জেলার বুকে এ যেন এক অন্য ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল দেখল পাহাড়প্রেমী মানুষ। রোম্যান্স, কমেডি, নায়ক নায়িকা গান না থাকলেও, একেবারে রুদ্ধশ্বাস কয়েক ঘণ্টা কাটাল দর্শক আসন।
advertisement
2/6
*বেলঘরিয়ার রথতলা কামারহাটি নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল আইএমএফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল। এবছর এটি ছিল তাদের ষষ্ঠতম উদ্যোগ।
*বেলঘরিয়ার রথতলা কামারহাটি নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল আইএমএফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল। এবছর এটি ছিল তাদের ষষ্ঠতম উদ্যোগ।
advertisement
3/6
*ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন ইস্ট জোন এবং কামারহাটি ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছিল।
*ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন ইস্ট জোন এবং কামারহাটি ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছিল।
advertisement
4/6
*মাউন্টেন ফিল্মস-এ উৎসাহী এবং নানা ক্লাইম্বিং কমিউনিটির প্রায় কয়েক শতাধিক মানুষ এদিন এসেছিলেন এই ফেস্টিভ্যালের স্বাদ নিতে।
*মাউন্টেন ফিল্মস-এ উৎসাহী এবং নানা ক্লাইম্বিং কমিউনিটির প্রায় কয়েক শতাধিক মানুষ এদিন এসেছিলেন এই ফেস্টিভ্যালের স্বাদ নিতে।
advertisement
5/6
*অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্বতারোহী দেবাশিস বিশ্বাস, উজ্জ্বল গঙ্গোপাধ্যায়, রূপালি চক্রবর্তীরা। বিশেষ সংবর্ধনা দেওয়া হয় ডিসেন্ট ইনটু ডার্কনেস ক্রেম উমলাদাও এর নির্মাতা ধৃতিমান মুখোপাধ্যায়কে।
*অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্বতারোহী দেবাশিস বিশ্বাস, উজ্জ্বল গঙ্গোপাধ্যায়, রূপালি চক্রবর্তীরা। বিশেষ সংবর্ধনা দেওয়া হয় ডিসেন্ট ইনটু ডার্কনেস ক্রেম উমলাদাও এর নির্মাতা ধৃতিমান মুখোপাধ্যায়কে।
advertisement
6/6
*পর্বতারোহণে উৎসাহে যোগাতে এবং মানুষ কে সেই মুহূর্তের ছবি তুলে ধরে অভিজ্ঞতা দিতেই এমন মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল বলেই জানান উদ্যোক্তারা।
*পর্বতারোহণে উৎসাহে যোগাতে এবং মানুষ কে সেই মুহূর্তের ছবি তুলে ধরে অভিজ্ঞতা দিতেই এমন মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল বলেই জানান উদ্যোক্তারা।
advertisement
advertisement
advertisement