East Bardhaman News: 'শোক নয়, উল্লাসে বিদায়'! ঠাম্মার মৃত্যুতে ব্যান্ড জানিয়ে নেচে গেয়ে শ্মশানযাত্রা, কেন? জানলে অবাক হবেন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
ফুলমালায় সুসজ্জিত খাটিয়া। সামনে বাজছে ডিজে বাজনা, ফাটানো হচ্ছে বাজি। ঠাকুমার শেষ ইচ্ছা পূরণ করতে নাতিদের অভিনব উদ্যোগ।
ফুলমালায় সুসজ্জিত খাটিয়া। সামনে বাজছে ডিজে বাজনা, ফাটানো হচ্ছে বাজি।গানের তালে নাচছেন অনেকে। কোনও আনন্দ অনুষ্ঠানের শোভাযাত্রা মনে করে ভিড় করেছেন বহু মানুষ। শোভাযাত্রা দেখে অবাক তাঁরা। তবে ব্যাপারটা বুঝতে পারার পর অনেকেরই চোখ ওঠে কপালে। কেউ কল্পনা করতে পারেননি শ্মশান যাত্রায় এমন অভিনব আয়োজন হতে পারে ভেবে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
পূর্ব বর্ধমানের ভাতার গ্রামের বাসিন্দা মিলন সর্দার।বেশ কয়েক মাস ধরে বার্ধক্যজনিত কারনে অসুস্থ ছিলেন তিনি। অসুস্থ হয়ে তিনি ভর্তি হন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তখনই তিনি নাতিদের বলে দেন তার শেষ ইচ্ছার কথা।তিনি নাতিদের বলেন, তার মৃত্যু হলে তাকে যেন দুঃখের সাথে বিদায় জানানো না হয়। বরং তার মৃত্যু হলে শ্মশান যাত্রায় যেন ব্যান্ড তাসা বাজিয়ে আনন্দের সাথে তাকে বিদায় দেওয়া হয়।
advertisement
advertisement
