Air Pollution-Heatwave: লাগামছাড়া গরম পড়বে বাংলার এই শহরে, তারই মাঝে বিপদসংকেত! কারখানার কালো ধোঁয়ায় যা হতে চলেছে দুর্গাপুরে
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Air Pollution-Heatwave: প্রত্যেক বছর আসানসোল, দুর্গাপুর, পানাগড় এলাকায় তাপমাত্রার পারদ অনেক বেশি উঠে যায়। কলকারখানাগুলি থেকে হওয়া দূষণ এই তাপমাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে বলে শহরবাসীর একাংশের ধারণা।
advertisement
advertisement
প্রসঙ্গত, দুর্গাপুর শহরের বিভিন্ন শিল্পতালুকের বড় বড় কারখানাগুলি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এটা শহরবাসীর কাছে খুব চেনা ছবি। শহরবাসীর একটা বড় অংশের অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণের তোয়াক্কা না করেই কারখানা কর্তৃপক্ষ নিজেদের ফায়দার জন্য প্রকৃতি নষ্ট করছে। যার ফল ভোগ করতে হচ্ছে শহরের মানুষকে।
advertisement
তাছাড়াও কারখানা থেকে ছড়ানো দূষণের ফলে চর্মরোগসহ নানা রোগের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠছে। শহরের বিশিষ্ট ব্যক্তিরা বলছেন, কারখানাগুলি চলা অবশ্যই প্রয়োজন। এতে শহরের অর্থনৈতিক ব্যবস্থা সুচারু অবস্থায় থাকবে। অনেক কর্মক্ষেত্র তৈরি হবে। কিন্তু কারখানা কর্তৃপক্ষগুলির উচিত দূষণ নিয়ন্ত্রণের দিকে বিশেষভাবে নজর দেওয়া।
advertisement
advertisement