Durga Puja 2025 Satabdi Roy: কাশফুল হাতে অন্য রূপে শতাব্দী রায়, পুজোয় নেটদুনিয়ায় ঝড় তুললেন সাংসদ-অভিনেত্রী

Last Updated:
Durga Puja 2025 Satabdi Roy: কাশবনের গন্ধে মাখা কাশফুল হাতে দেবীর সাজে পুজোর আগাম আবহে সোশ্যাল মিডিয়া মাতিয়ে দিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়।
1/5
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: দুর্গাপুজো এলেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে ‘জীবন্ত’ দুর্গার ছবি। কাশবন, পদ্মপুকুর, কুমোরটুলির নানা প্রান্ত থেকে প্রতিমার মতো সেজে ওঠা তরুণীদের ফটোশ্যুটে মাতোয়ারা নেটদুনিয়া।
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: দুর্গাপুজো এলেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে ‘জীবন্ত’ দুর্গার ছবি। কাশবন, পদ্মপুকুর, কুমোরটুলির নানা প্রান্ত থেকে প্রতিমার মতো সেজে ওঠা তরুণীদের ফটোশ্যুটে মাতোয়ারা নেটদুনিয়া।
advertisement
2/5
এ বছর বীরভূমের সিউড়ির কাশবনে ধরা পড়ল এক ভিন্ন ছবি। সাধারণ দেবীর সাজে ফটোশ্যুট করলেন সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়। সাদা-লাল শাড়ি, হাতে কাশফুল অতিরিক্ত আড়ম্বর ছাড়াই অনিন্দ্য সুন্দর সেই মুহূর্ত। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
এ বছর বীরভূমের সিউড়ির কাশবনে ধরা পড়ল এক ভিন্ন ছবি। সাধারণ দেবীর সাজে ফটোশ্যুট করলেন সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়। সাদা-লাল শাড়ি, হাতে কাশফুল অতিরিক্ত আড়ম্বর ছাড়াই অনিন্দ্য সুন্দর সেই মুহূর্ত।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছে এই ফটোশ্যুট। নিজের প্রোফাইল পিকচার হিসেবেও রেখেছেন শতাব্দী রায়। সরলতার বার্তা দিয়ে তিনি পুজোর আবহে এক আলাদা আবেদন এনেছেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছে এই ফটোশ্যুট। নিজের প্রোফাইল পিকচার হিসেবেও রেখেছেন শতাব্দী রায়। সরলতার বার্তা দিয়ে তিনি পুজোর আবহে এক আলাদা আবেদন এনেছেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
এছাড়াও সিউড়ির নবঊষা নৃত্যম কলাকেন্দ্রের নৃত্যশিল্পীরাও করলেন কাশবনে ফটোশ্যুট। তাঁদেরও দেবীর সাজে ফ্রেমবন্দি করেন ফটোগ্রাফার সুমন মুখোপাধ্যায়। তাঁর ক্যামেরায় ধরা পড়ে এই স্নিগ্ধ মুহূর্ত। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
এছাড়াও সিউড়ির নবঊষা নৃত্যম কলাকেন্দ্রের নৃত্যশিল্পীরাও করলেন কাশবনে ফটোশ্যুট। তাঁদেরও দেবীর সাজে ফ্রেমবন্দি করেন ফটোগ্রাফার সুমন মুখোপাধ্যায়। তাঁর ক্যামেরায় ধরা পড়ে এই স্নিগ্ধ মুহূর্ত।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
সিউড়ির ফটোগ্রাফার অরিজিৎ দাস জানান, একসময় ‘জীবন্ত’ দুর্গা ফটোশ্যুটের প্রবল হিড়িক থাকলেও, সাম্প্রতিক সময়ে তা অনেকটাই কমেছে। সোশ্যাল মিডিয়ায় বাড়তে থাকা ট্রোলিংকেই তিনি এর বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
সিউড়ির ফটোগ্রাফার অরিজিৎ দাস জানান, একসময় ‘জীবন্ত’ দুর্গা ফটোশ্যুটের প্রবল হিড়িক থাকলেও, সাম্প্রতিক সময়ে তা অনেকটাই কমেছে। সোশ্যাল মিডিয়ায় বাড়তে থাকা ট্রোলিংকেই তিনি এর বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement