দূরে যেতে হবে না! ঘরের কাছেই রয়েছে আরও এক তারাপীঠ মন্দির! কৌশিকী অমাবস্যার পরেও এখানে ভিড়! জানেন কোথায়?

Last Updated:
মা তারার দর্শন পেতে বেশি দূরে যেতে হবে না আর! আসুন এই তারাপীঠে!
1/6
কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো দিতে চান। কিন্তু বীরভূমের তারাপীঠ মন্দিরে যাওয়ার সময় হচ্ছে না! তাহলে চলে আসুন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। (ছবি ও তথ্য সৈকত শী)
শুক্রবার কৌশিকী অমাবস্যা গেল। আপনি কি তারা মায়ের ভক্ত? কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো দিতে অনেক দূর যেতে হয়েছে? কিন্তু বীরভূমের তারাপীঠ মন্দিরে যাওয়ার সময় না হলে আশেপাশেও পেতে পারেন মায়ের দর্শন।
advertisement
2/6
অবিকল তারাপীঠ মন্দিরের মত দেখতে পাঁশকুড়ার চকগোপাল গ্রামে রয়েছে একটি তারা মায়ের মন্দির। (ছবি ও তথ্য সৈকত শী)
বীরভূমের তারাপীঠ মন্দির ও মা তারার মাহাত্ম্য লোক মুখে মুখে ফেরে। সারা বছরই ভক্তের সমাগম হয় বীরভূমের তারাপীঠ মন্দিরে। ২২ আগস্ট রাত থেকে কৌশিকী অমাবস্যায় মহা ধুমধামের সঙ্গে পুজো হয়। বিশেষ তিথিতে ভক্তরা পুজো দিতে চায়! কিন্তু অনেকের সময় অভাবে, আবার দূরত্বের কারণে তারাপীঠ মন্দিরে যেতে পারেন না। সেইসব মানুষদের জন্য অনেকটাই সুখবর অবিকল তারাপীঠ মন্দিরের মত দেখতে পাঁশকুড়ার চকগোপাল গ্রামে রয়েছে একটি তারা মায়ের মন্দির।
advertisement
3/6
পাঁশকুড়ার চকগোপাল গ্রামের দ্বিতীয় তারাপীঠের মন্দির। অবিকল বীরভূমের তারাপীঠ মন্দিরের মত দেখতে এই মন্দির। ২০২১ সালে উদ্বোধন হয়। (ছবি ও তথ্য সৈকত শী)
পাঁশকুড়ার চকগোপাল গ্রামের দ্বিতীয় তারাপীঠের মন্দির। অবিকল বীরভূমের তারাপীঠ মন্দিরের মত দেখতে এই মন্দির। ২০২১ সালে উদ্বোধন হয়। উদ্বোধন হওয়ার অল্প সময়ের মধ্যেই ভক্তদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল এই মন্দির। দূর দুরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে। অল্পদিনের মধ্যেই এই মন্দিরের নাম ছড়িয়ে পড়েছে। শুধু পূর্ব মেদনীপুর জেলা নয়, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলী সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।
advertisement
4/6
বীরভূমের তারাপীঠের আদলে পাঁশকুড়া চকগোপাল গ্রামের গড়ে উঠেছিল দ্বিতীয় তারাপীঠের মন্দির, ৫১ টি সিঁড়ি ভেঙে মায়ের দর্শন করতে হয় এই মন্দিরে। (ছবি ও তথ্য সৈকত শী)
বীরভূমের তারাপীঠের আদলে পাঁশকুড়া চকগোপাল গ্রামের গড়ে উঠেছিল দ্বিতীয় তারাপীঠের মন্দির, ৫১ টি সিঁড়ি ভেঙে মায়ের দর্শন করতে হয় এই মন্দিরে। মন্দির পরিচালক কমিটি সদস্যরা আশা করছেন, 'কৌশিকী অমাবস্যায় রাতে মন্দিরে ভক্তদের ভিড় লাগবে। মন্দিরে সুষ্ঠুভাবে পুজোর ব্যবস্থা রাখা হয়েছে। সেজে উঠেছে মন্দির চত্বর।'
advertisement
5/6
২২ আগস্ট রাত থেকে মন্দিরে কৌশিকী অমাবস্যার পুজো চলবে। সেজে উঠেছে মন্দির চত্বর। মন্দিরের পুজো দেওয়া ও ভোগের ব্যবস্থা রয়েছে। (ছবি ও তথ্য সৈকত শী)
পাঁশকুড়ার চকগোপাল গ্রামে, 'দ্বিতীয় তারাপীঠ মন্দিরের কমিটির সম্পাদক জানান, 'বীরভূমের তারাপীঠের আদলে এই মন্দির। মা তারা সারা বছর এখানে পূজিতা হন। ২২ আগস্ট রাতে মন্দিরে কৌশিকী অমাবস্যার পুজো শুরু হবে। মন্দিরে পুজো দেওয়া ও ভোগের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
6/6
কৌশিকী অমাবস্যায় সময়ের অভাবে বীরভূমের তারাপীঠ মন্দিরে যেতে না পারলে, চলে আসুন পাঁশকুড়ার তারাপীঠ মন্দিরে। পাঁশকুড়ার এই তারাপীঠ মন্দিরে। বীরভূমের তারাপীঠ মন্দিরের রীতিনীতিকেই পুজোপাঠ হয় এই মন্দিরে। (ছবি ও তথ্য সৈকত শী)
কৌশিকী অমাবস্যায় অনেকেই সময়ের অভাবে বীরভূমে তারাপীঠ মন্দিরে যেতে পারে না। ফলে মা তারার দর্শন ও কৌশিকী অমাবস্যায় পুজো দিতে চাইলে চলে আসুন পাঁশকুড়ার চকগোপাল গ্রামে এই তারাপীঠ মন্দিরে। মন্দিরের পুরোহিত জানান বীরভূমের তারাপীঠ মন্দিরের রীতিনীতিতেই পুজোপাঠ হয় এই মন্দিরে। পাঁশকুড়ার এই মন্দিরে দিন দিন ভক্তের সংখ্যা বাড়ছে। আগামী দিনে পাঁশকুড়ার এই তারাপীঠ মন্দির পর্যটন কেন্দ্র হিসেবে স্থান লাভ করবে বলে মনে করছেন স্থানীয়রা।
advertisement
advertisement
advertisement