আর কিছুক্ষণেই শুরু হবে কালীপুজো! মায়ের অন্নে কী কী নিবেদন করা হল? রয়েছে পোড়া 'শোলমাছ'-এর রীতি

Last Updated:
এদিন ভোরে মা-কে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজানো হয়। চুনরি পরিয়ে সিঙ্গারবেশে সাজিয়ে তোলা হয় মা-কে। এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি এবং নিত্যপুজো হয়। ভোরে মাকে শীতল ভোগ নিবেদন করা হয়। দেওয়া হয় ছোলা, ফল, মুড়কি, সরবত, মিষ্টি, ফল ও মিছরি ভেজানো জল। মা-কে রাজবেশে সাজানোর পর হয় মঙ্গলারতি।
1/9
আজ দীপান্বিতা কালীপুজো, দক্ষিণেশ্বর কালীঘাট, কামাখ্যা, নৈহাটির পাশাপাশি বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরেও সকাল থেকে বিশেষ পুজোর আয়োজন। ভোর চারটে নাগাদ মা তারাকে স্নান করিয়ে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের গর্ভগৃহের দরজা।
আজ দীপান্বিতা কালীপুজো, দক্ষিণেশ্বর কালীঘাট, কামাখ্যা, নৈহাটির পাশাপাশি বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরেও সকাল থেকে বিশেষ পুজোর আয়োজন। ভোর চারটে নাগাদ মা তারাকে স্নান করিয়ে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের গর্ভগৃহের দরজা।
advertisement
2/9
কালীপুজোর দিন পুণ্যার্থীদের প্রত্যেক বছর ভিড় জমে বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে। এই বছরও তারাপীঠে কালীপুজো উপলক্ষ্যে হাজার হাজার ভক্তের সমাগম।
কালীপুজোর দিন পুণ্যার্থীদের প্রত্যেক বছর ভিড় জমে বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে। এই বছরও তারাপীঠে কালীপুজো উপলক্ষ্যে হাজার হাজার ভক্তের সমাগম।
advertisement
3/9
তারাপীঠে ভোগের মধ্যে ছিল ভাত, ফ্রাইড রাইস, পোলাও সহ ডাল, পাঁচ রকম ভাজা। এর পাশাপাশি পাঁচ রকমের তরকারি, মাছ,মাছের মাথা ভাজা। বিশেষ ভোগ হিসাবে থাকে বলির পাঁঠার মাংস, কারণ, শোল মাছ পোড়া।
তারাপীঠে ভোগের মধ্যে ছিল ভাত, ফ্রাইড রাইস, পোলাও সহ ডাল, পাঁচ রকম ভাজা। এর পাশাপাশি পাঁচ রকমের তরকারি, মাছ,মাছের মাথা ভাজা। বিশেষ ভোগ হিসাবে থাকে বলির পাঁঠার মাংস, কারণ, শোল মাছ পোড়া।
advertisement
4/9
এদিন ভোরে মা-কে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজানো হয়। চুনরি পরিয়ে সিঙ্গারবেশে সাজিয়ে তোলা হয় মা-কে। এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি এবং নিত্যপুজো হয়। ভোরে মাকে শীতল ভোগ নিবেদন করা হয়। দেওয়া হয় ছোলা, ফল, মুড়কি, সরবত, মিষ্টি, ফল ও মিছরি ভেজানো জল। মা-কে রাজবেশে সাজানোর পর হয় মঙ্গলারতি।
এদিন ভোরে মা-কে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজানো হয়। চুনরি পরিয়ে সিঙ্গারবেশে সাজিয়ে তোলা হয় মা-কে। এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি এবং নিত্যপুজো হয়। ভোরে মাকে শীতল ভোগ নিবেদন করা হয়। দেওয়া হয় ছোলা, ফল, মুড়কি, সরবত, মিষ্টি, ফল ও মিছরি ভেজানো জল। মা-কে রাজবেশে সাজানোর পর হয় মঙ্গলারতি।
advertisement
5/9
বিশুদ্ধ পঞ্জিকা মতে ২০ অক্টোবর দুপুর ৩টে ৪৫ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। শেষ হবে ২১ অক্টোবর বিকেল ৫টা ৫৪ মিনিটে।
বিশুদ্ধ পঞ্জিকা মতে ২০ অক্টোবর দুপুর ৩টে ৪৫ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। শেষ হবে ২১ অক্টোবর বিকেল ৫টা ৫৪ মিনিটে।
advertisement
6/9
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ২০ অক্টোবর দুপুর ২টো ৫৭ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে, শেষ হচ্ছে ২১ অক্টোবর বিকেল ৪টে ২৬ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ২০ অক্টোবর দুপুর ২টো ৫৭ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে, শেষ হচ্ছে ২১ অক্টোবর বিকেল ৪টে ২৬ মিনিটে।
advertisement
7/9
কালীপুজোর সেরা সময় হল ২০ অক্টোবর রাত ১১টা ৪১ মিনিট থেকে ২১ অক্টোবর রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত।
কালীপুজোর সেরা সময় হল ২০ অক্টোবর রাত ১১টা ৪১ মিনিট থেকে ২১ অক্টোবর রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত।
advertisement
8/9
২০ অক্টোবর দিবাগত রাতেই অমাবস্যা তিথি মধ্যরাত্রিকে স্পর্শ করছে, তাই ২০ অক্টোবর রাতেই পূজিত হবেন মা কালী।
২০ অক্টোবর দিবাগত রাতেই অমাবস্যা তিথি মধ্যরাত্রিকে স্পর্শ করছে, তাই ২০ অক্টোবর রাতেই পূজিত হবেন মা কালী।
advertisement
9/9
অমাবস্যা যে দিন প্রদোষকাল পায় সেই সময়ই দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। অর্থাৎ এই পুজোও ২০ অক্টোবর সন্ধ্যায় হবে।
অমাবস্যা যে দিন প্রদোষকাল পায় সেই সময়ই দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। অর্থাৎ এই পুজোও ২০ অক্টোবর সন্ধ্যায় হবে।
advertisement
advertisement
advertisement