আর কিছুক্ষণেই শুরু হবে কালীপুজো! মায়ের অন্নে কী কী নিবেদন করা হল? রয়েছে পোড়া 'শোলমাছ'-এর রীতি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এদিন ভোরে মা-কে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজানো হয়। চুনরি পরিয়ে সিঙ্গারবেশে সাজিয়ে তোলা হয় মা-কে। এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি এবং নিত্যপুজো হয়। ভোরে মাকে শীতল ভোগ নিবেদন করা হয়। দেওয়া হয় ছোলা, ফল, মুড়কি, সরবত, মিষ্টি, ফল ও মিছরি ভেজানো জল। মা-কে রাজবেশে সাজানোর পর হয় মঙ্গলারতি।
advertisement
advertisement
advertisement
এদিন ভোরে মা-কে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজানো হয়। চুনরি পরিয়ে সিঙ্গারবেশে সাজিয়ে তোলা হয় মা-কে। এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি এবং নিত্যপুজো হয়। ভোরে মাকে শীতল ভোগ নিবেদন করা হয়। দেওয়া হয় ছোলা, ফল, মুড়কি, সরবত, মিষ্টি, ফল ও মিছরি ভেজানো জল। মা-কে রাজবেশে সাজানোর পর হয় মঙ্গলারতি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement