Digha News: টানা বৃষ্টিতে পুজো মাটি! দিওয়ালির ছোট্ট ছুটিতে দিঘা যাওয়ার প্ল্যান? জানুন এই মুহূর্তে কী অবস্থা দিঘা বিচের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha: পুজোর সময় টানা বৃষ্টি ও ঝড়ে দিঘা পর্যটন বিপুল ক্ষতির সম্মুখীন। আবহাওয়া স্বাভাবিক হলেও পর্যটকের ভিড় কম। হোটেল বুকিং প্রায় শূন্য। তবে দিঘা হোটেল অ্যাসোসিয়েশন আসন্ন দীপাবলি উৎসবে ভিড় বাড়ার আশায় রয়েছে।
দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে সৈকত নগরী দিঘা। পুজোর সময় থেকে টানা বৃষ্টিতে যেন অন্য রূপে দেখা দিয়েছিল সৈকত নগরী। উত্তাল সমুদ্র, জলোচ্ছ্বাস, ঝোড়ো হাওয়ার তাণ্ডবে বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল। চেনা দিঘা হারিয়ে গিয়েছিল প্রকৃতির তাণ্ডবে। তবে মঙ্গলবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
মঙ্গলবার দুপুর নাগাদ দিঘার আকাশে দেখা মিলেছে নীল আকাশ। সূর্যের আলো পড়তেই যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে সৈকত। চারদিকে মনোরম পরিবেশে ধীরে ধীরে স্বাভাবিক চিত্র ফুটে উঠছে। তবে পর্যটকদের আনাগোনা তুলনামূলকভাবে অনেকটাই কম। বৃষ্টি ও ঝড়ের ভয়ে অনেকেই শেষ মুহূর্তে বুকিং বাতিল করেছেন। ফলে সৈকতে ভিড় প্রায় নেই বললেই চলে। সমুদ্র এখন শান্ত, কিন্তু হোটেল মালিকদের মনে এখনও চিন্তার মেঘ কাটেনি।
advertisement
পুজোর সময় দিঘার হোটেল গুলিতে সাধারণত থাকে প্রচুর ভিড়। কিন্তু এবার টানা বৃষ্টির জেরে সেই আনন্দে জল ঢেলে দিল প্রকৃতি। টানা নিম্নচাপ ও দুর্যোগের কারণে পুজো মরসুমে পর্যটক বুকিং কমে যায় বিপুল হারে। কিছু হোটেলে শেষ মুহূর্তে বুকিং এলেও প্রাকৃতিক দুর্যোগ সবকিছু ভেস্তে দেয়। ব্যবসার প্রধান মৌসুমেই লোকসানের মুখে পড়েছেন হোটেল মালিকরা। অনেকেই জানিয়েছেন, বছরের একমাত্র আয়ের সুযোগটাই নষ্ট হয়ে গেল এই বৃষ্টিতে।
advertisement
দিঘার অনেক হোটেল ও লজে এখন বুকিং প্রায় শূন্য। অনেকে আগাম টাকা ফেরত নিতে বাধ্য হয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এভাবে চলতে থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। অনেক ছোট ব্যবসায়ী ও হকাররাও পুজো মরসুমে বিক্রির আশায় ছিলেন, কিন্তু পর্যটক না থাকায় তাঁরাও সমস্যায়। রাস্তাঘাট এখন অনেকটাই স্বাভাবিক, তবে পুজোর সময়ের মতো উৎসবের রঙ আর নেই। সবাই অপেক্ষায় দীপাবলিতে নতুন করে জমে ওঠার।
advertisement
পর্যটক সংখ্যা কম থাকলেও দিঘা ধীরে ধীরে নিজের চেনা সৌন্দর্য ফিরে পাচ্ছে। সৈকতের ধারে আবারও ভেসে আসছে ঢেউয়ের সুর। মঙ্গলবার পর্যন্ত যে শহর ছিল নিস্তব্ধ, সেখানে এখন সামান্য হলেও প্রাণের ছোঁয়া ফিরেছে। বুধবার থেকে অফিস ও কলেজ খুলে যাওয়ায় পর্যটকরা আসার সুযোগ পাচ্ছেন না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে স্থানীয়দের আশা, আসন্ন দীপাবলি উৎসবেই হয়তো ফের জমে উঠবে দিঘার পর্যটন ব্যবসা।
advertisement
দিঘা হোটেল অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট দেবব্রত দাস বলেন, “আমরা আশা করেছিলাম পুজোতে প্রচুর পর্যটক আসবেন, কিন্তু প্রকৃতির এই দুর্যোগ আমাদের বড়সড় লোকসানে ফেলেছে। মঙ্গলবার দিঘা স্বাভাবিক হলেও ভিড় ছিল না বললেই চলে। বুধবার থেকে অফিস খুলে যাওয়ায় বুকিংও তেমন নেই। তবে যদি দীপাবলিতে আবহাওয়া ভালো থাকে, পাহাড়ে দুর্যোগের কারণে হয়তো অনেকে সমুদ্রপাড়ে আসবেন। সেই আশাতেই বুকিংয়ের অপেক্ষায় আছি আমরা।” (তথ্য ও ছবি : মদন মাইতি)