Digha: নির্জন, জনমানবহীন! এই দিঘাকে অচেনা লাগবে আপনারও

Last Updated:
1/6
করোনার বিধিনিষেধ জারি হতেই রাজ্যের সব পর্যটন কেন্দ্রগুলিই বন্ধ করে দেওয়া হয়েছে৷ ব্যতিক্রম নয় দিঘাও৷ চেনা ভিড়ের ছবি বদলে গিয়ে দিঘার সৈকত এখন তাই নির্জন, জনমানবহীন৷
করোনার বিধিনিষেধ জারি হতেই রাজ্যের সব পর্যটন কেন্দ্রগুলিই বন্ধ করে দেওয়া হয়েছে৷ ব্যতিক্রম নয় দিঘাও৷ চেনা ভিড়ের ছবি বদলে গিয়ে দিঘার সৈকত এখন তাই নির্জন, জনমানবহীন৷
advertisement
2/6
অথচ মাত্র কয়েকদিন আগেই অন্যরকম ছিল দিঘার ছবি৷ বর্ষশেষের ছুটি উদযাপন এবং নতুন বছরকে স্বাগত জানাতে দিঘায় ভিড় করেছিলেন হাজার হাজার পর্যটক৷ সমুদ্র সৈকতে দেখা গিয়েছিল থিকথিকে ভিড়৷ শিকেয় উঠেছিল করোনা বিধি৷
অথচ মাত্র কয়েকদিন আগেই অন্যরকম ছিল দিঘার ছবি৷ বর্ষশেষের ছুটি উদযাপন এবং নতুন বছরকে স্বাগত জানাতে দিঘায় ভিড় করেছিলেন হাজার হাজার পর্যটক৷ সমুদ্র সৈকতে দেখা গিয়েছিল থিকথিকে ভিড়৷ শিকেয় উঠেছিল করোনা বিধি৷
advertisement
3/6
এই মুহূর্তে পর্যটকহীন দিঘা তাই কার্যত শুনসান, জনমানবহীন৷ সি বিচ থেকে শুরু করে সমুদ্রের পার বরাবর রাস্তা, সবই খা খা করছে৷
এই মুহূর্তে পর্যটকহীন দিঘা তাই কার্যত শুনসান, জনমানবহীন৷ সি বিচ থেকে শুরু করে সমুদ্রের পার বরাবর রাস্তা, সবই খা খা করছে৷
advertisement
4/6
সমু্দ্রে যাওয়ার জন্য দিঘার যে রাস্তাগুলি সবসময় পর্যটকদের ভিড়ে গমগম করে, সেগুলিও ফাঁকা৷ পর্যটক না থাকায় রাস্তার দু' পাশের দোকানগুলিও বন্ধ৷
সমু্দ্রে যাওয়ার জন্য দিঘার যে রাস্তাগুলি সবসময় পর্যটকদের ভিড়ে গমগম করে, সেগুলিও ফাঁকা৷ পর্যটক না থাকায় রাস্তার দু' পাশের দোকানগুলিও বন্ধ৷
advertisement
5/6
দিনে হোক না রাতে, গত কয়েক দিন ধরে দিঘা এখন কোলাহলহীন৷ তাই বহু দূর থেকেও শোনা যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের গর্জন৷
দিনে হোক না রাতে, গত কয়েক দিন ধরে দিঘা এখন কোলাহলহীন৷ তাই বহু দূর থেকেও শোনা যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের গর্জন৷
advertisement
6/6
পর্যটক শূন্য হয়ে পড়ায় ফের কঠিন সময়ের মধ্যে পড়েছেন দিঘার স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ৷ কারণ তাঁরা অনেকেই পর্যটকদের উপরে নির্ভরশীল৷ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হোটেল ব্যবসায়ীরাও৷
পর্যটক শূন্য হয়ে পড়ায় ফের কঠিন সময়ের মধ্যে পড়েছেন দিঘার স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ৷ কারণ তাঁরা অনেকেই পর্যটকদের উপরে নির্ভরশীল৷ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হোটেল ব্যবসায়ীরাও৷
advertisement
advertisement
advertisement