Digha News: হইহই কাণ্ড, রবিবার সকালেই দিঘা মোহনায় লক্ষ লক্ষ টাকার মাছ! খাওয়ার আগেই দেখতে ভিড় জামালেন পর্যটকরা

Last Updated:
দিঘা মোহনায় মাছ গুলিকে নিয়ে আসে।মাছ পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দিঘা মোহনায়। গভীর সমুদ্রে পাওয়া যায় এই মাছ। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা।
1/5
আজ, রবিবার সকাল সকাল দিঘায় হইহই কাণ্ড! এমনিতেই সারা বছর জুড়ে দিঘাতে পর্যটকদের ভিড়৷ আর এই সময়, পুজোর পরপর উইকেন্ডে প্রচুর মানুষ দিঘা সৈকতে আরামে সময় কাটাচ্ছেন৷ তার মধ্যেই এসে গেল বিরাট নিউজ!যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণের৷ (Representative Image)
আজ, রবিবার সকাল সকাল দিঘায় হইহই কাণ্ড! এমনিতেই সারা বছর জুড়ে দিঘাতে পর্যটকদের ভিড়৷ আর এই সময়, পুজোর পরপর উইকেন্ডে প্রচুর মানুষ দিঘা সৈকতে আরামে সময় কাটাচ্ছেন৷ তার মধ্যেই এসে গেল বিরাট নিউজ!যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণের৷ (Representative Image)
advertisement
2/5
রবিবার সকালে দিঘা মহোনায় প্রায় এক কোটি টাকায় দরে নিলাম হল এই ৯০ পিস তেলিয়া ভলা যার প্রতিটি ওজন ৩০ থেকে ৩৫ কেজি।(Representative Image)
রবিবার সকালে দিঘা মহোনায় প্রায় এক কোটি টাকায় দরে নিলাম হল এই ৯০ পিস তেলিয়া ভলা যার প্রতিটি ওজন ৩০ থেকে ৩৫ কেজি।(Representative Image)
advertisement
3/5
দিঘা মোহনায় মাছ গুলিকে নিয়ে আসে।মাছ পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দিঘা মোহনায়। গভীর সমুদ্রে পাওয়া যায় এই মাছ। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা।(Representative Image)
দিঘা মোহনায় মাছ গুলিকে নিয়ে আসে।মাছ পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দিঘা মোহনায়। গভীর সমুদ্রে পাওয়া যায় এই মাছ। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা।(Representative Image)
advertisement
4/5
তেলিয়া ভোলা মাছ দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা, তেমনি ভিড় জমিয়েছেন দিঘার পর্যটকেরাও।(Representative Image)
তেলিয়া ভোলা মাছ দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা, তেমনি ভিড় জমিয়েছেন দিঘার পর্যটকেরাও।(Representative Image)
advertisement
5/5
এই সব মাছের দাম ওঠে প্রায় ১ কোটি টাকা! কিন্তু এই তেলিয়া ভোলার দাম এত বেশি? মাছের পটকা ও অন্যান্য অঙ্গ জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও এই মাছ বিদেশেও রফতানি হয়। (Representative Image)
ট্রলার মালিক আশিক খান, আড়ৎ দার আজিৎ বাড়াই জানান যে মোট ৯০ টি তেলিয়া ভোলা মাছ উঠেছে, আনুমানিক মূল্য প্রায় ৩২ লক্ষ টাকা৷ কিন্তু এই তেলিয়া ভোলার দাম এত বেশি? মাছের পটকা ও অন্যান্য অঙ্গ জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও এই মাছ বিদেশেও রফতানি হয়। (Representative Image)
advertisement
advertisement
advertisement