Digha New Attraction Cruise: দিঘায় এবার নয়া আকর্ষণ! ৮০ আসনের ক্রুজে প্রমোদভ্রমণ-খানাপিনা! কবে থেকে বুকিং শুরু? জানুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha New Attraction Cruise: বর্ষাকালেই গোয়ার মজা এবার দিঘায়। বর্ষাকালেই চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত দিঘার ক্রুজ।
advertisement
advertisement
advertisement
২০২৩ সালে ডিসেম্বরে পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নিয়ে সম্পন্ন হয়েছিল 'এম ভি নিবেদিতা' নামের প্রমোদতরী বা ক্রুজের সাজসজ্জার কাজ। কিন্তু তারপরবর্তীতে নড়বড়ে হয়ে পড়েছিল পল্টুন জেটি ও গ্যাংওয়ে। ফলে সেই সময় স্থগিত হয়ে যায় প্রমোদতরীর সমুদ্রযাত্রা। তবে অবশেষে সেই বাধা দূর হয়েছে। বর্ষাকালেই দিঘায় এবার গোয়ার স্বাদ উপভোগ করতে পারবেন পর্যটকেরা।
advertisement
সমুদ্রবক্ষে প্রমোদভবন চালু করার জন্য প্রশাসন শুরু করেছিল যাবতীয় পরিকাঠামোগত উন্নয়নের কাজ। ইতিমধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমাশাসক সৌভিক ভট্টাচার্য জানান, 'প্রমোদতরীর ফিটনেস সার্টিফিকেট হাতে এলেই পরিষেবা চালু করে দেওয়া হবে। আগামী জুলাইয়ে পর্যটকদের নিয়ে প্রমোদতরী সাগরসফর শুরু করবে বলে আশা করছি আমরা।'
advertisement
প্রশাসন সূত্রে জানা যায়, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রের অ্যাডভেঞ্চার আর বিনোদন উপভোগে গান-বাজনা-সহ দারুণ সব ব্যবস্থা থাকছে সম্পূর্ণ বাতানুকূল এই প্রমোদতরীটিতে। মোট ২ টি ডেক রয়েছে সেটিতে। যাত্রীদের বসার জন্য আছে ৮০টি আসন। প্রতিটি ডেকেই আছে সমুদ্রের নীল জলরাশি ও খোলা আকাশ উপভোগের ব্যবস্থা।
advertisement
বর্তমানে দিঘার নায়েকালী মন্দির প্রাঙ্গনে নির্মাণ করা হয়েছে নতুন পল্টুন জেটি। সেই সঙ্গে জেটি যাওয়ার রাস্তা কংক্রিটের করা হয়েছে। আপাতত চম্পা নদীর মোহনায় নোঙর করা রয়েছে প্রমোদতরী এম ভি নিবেদিতা। ফলে এবার দিঘায় এসে সমুদ্রস্নানের পাশাপাশি সমুদ্রবক্ষে ঘুরে বেড়ানোর মজা উপভোগ করতে পারবেন পর্যটকেরা। সমুদ্রের অ্যাডভেঞ্চারের পাশাপাশি মোহনার তীরে রূপসী ম্যানগ্রোভ এবং পাখিদের কলতান এর সঙ্গে সমুদ্রের ঢেউয়ের শব্দ এক নৈসর্গিক দৃশ্যপট গড়ে তুলবে পর্যটকদের মনে। প্রশাসন সূত্রে এখনও এই প্রমোদভ্রমণের ভাড়া কত তা জানা যায়নি। তবে আগামী দিনে এই সমুদ্রবক্ষে প্রমোদ ভবন জনপ্রিয় হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। (সৈকত শী)