Digha News: দীপাবলিতে দিঘায় তুলকালাম...! কাতারে কাতারে ছুটছে মানুষ! সমুদ্রে সৈকতে আচমকা কী হল...? কারণ জানলে চমকে যাবেন, এখনই কাটুন টিকিট
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha News: দীপাবলি ও কালীপুজোর ছুটিতে দিঘা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। দিঘা সি-বিচ আলোর রোশনাইয়ে সেজে উঠেছে।
advertisement
এবারের দুর্গোৎসবে তেমন ভিড় হয়নি দিঘায়। শেষ মুহূর্তে সামান্য পর্যটক এলেও টানা দুর্যোগে সেই আনন্দে ভাটা পড়েছিল। তবে দীপাবলি ও কালীপুজোর ছুটিতে সেই আক্ষেপ মুছে গিয়েছে। আলোর রোশনাই আর উৎসবের আমেজে এবার পর্যটকদের ঢল নেমেছে দিঘায়। শহরের হোটেলগুলো রঙিন আলোকসজ্জায় সেজে উঠেছে। দিঘা সি-বিচ, নিউ দিঘা, ওল্ড দিঘা, সব জায়গায় পর্যটকদের ভিড় উপচে পড়ছে।
advertisement
advertisement
কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এমনকি ভিন রাজ্যে থেকে হাজার হাজার ভ্রমণপিপাসু মানুষ ছুটে এসেছেন দিঘায়। হোটেলগুলোতে এখন তিল ধারণের জায়গা নেই। প্রায় সব কটি রুমই আগে থেকেই বুক হয়ে গেছে। দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, “দুর্গাপুজোর সময় কিছুটা ক্ষতি হলেও দীপাবলির ছুটিতে তা পুরোপুরি পুষিয়ে গেছে। গত কয়েকদিনে দিঘায় যে ভিড় হয়েছে, তা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। সব হোটেলই প্রায় বুকিং ফুল। পর্যটক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট, রেস্টুরেন্ট, সবাই উপকৃত হচ্ছেন।”
advertisement
advertisement