Couple Friendly Lake: ক্রিস্টাল ক্লিয়ার জলরাশি! হাতে-হাত রেখে পাশাপাশি বসে থাকা, আসবেন নাকি ঘুরতে
- Reported by:Buddhadev Bera
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Couple Friendly Lake: স্নিগ্ধ জলরাশির পাশে প্রিয়জনের হাত ধরে সময় কাটানোর ইচ্ছে থাকলে চলে আসতে হবে এই ডেস্টিনেশনে
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্যোগে কয়েক বছর আগে ছোট্ট একটি জলাশয়কে বড় জলাশয়ে পরিণত করা হয়। সংযুক্ত করা হয় ঝাড়গ্রাম জেলার পর্যটন মানচিত্রের সঙ্গে। পর্যটকদের কাঁচের মত স্বচ্ছ জলাশয়ের পাশে বসে সময় কাটানোর জন্য বসানো হয়েছে কংক্রিটের চেয়ার। জলাশয়ের ঘাটে বসে সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে কংক্রিটের ঘাট। গড়ে তোলা হয়েছে এক মনোরম পরিবেশ।
advertisement
ঝাড়গ্রাম শহরের বহু মানুষ বিকেলে মাঝে মধ্যেই এই জলাশয়ের স্বাদ উপভোগ করার জন্য চলে যায় শুষনিগেড়িয়া চেক ড্যামে। সারা বছরই এখানে জল থাকে। বিকেল বেলার পরিবেশটা একেবারেই আলাদা জলের পাড় এবং জলাশয়ের মধ্যে কোন পার্থক্য খুঁজে পাওয়া যায় না। জলাশয়ের পাড়ে থাকা তাল, খেজুর সহ বিভিন্ন গাছের জলছবি ভাসতে থাকে জলাশয়ের জলে। যা এক অপরূপ দৃশ্য সৃষ্টি করে।
advertisement









