ওজনে কারচুপি ঠেকাতে সাত সকালে বাজারে হানা, দেখেই মুখ চুন ব্যবসায়ীদের
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
ওজনে কারচুপির অভিযোগে ২৫ টি ইলেকট্রিক দাঁড়িপাল্লা বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। অভিযুক্ত দোকানদারদের সরকারি নিয়ম মেনে জরিমানা করা হয়
![আপনি সঠিক পরিমাণ টাকা দিয়ে দোকান থেকে শাক-সবজি বা মুদিখানা দ্রব্য কিনলেন, কিন্তু বাড়িতে গিয়ে দেখলেন পেয়েছেন পরিমাণে কম জিনিস। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন দোকানে হচ্ছিল এমন কারচুপি। বাজারে ওজনের এই কারচুপি ঠেকাতে এবার পথে নামলেন ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকরা।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী] আপনি সঠিক পরিমাণ টাকা দিয়ে দোকান থেকে শাক-সবজি বা মুদিখানা দ্রব্য কিনলেন, কিন্তু বাড়িতে গিয়ে দেখলেন পেয়েছেন পরিমাণে কম জিনিস। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন দোকানে হচ্ছিল এমন কারচুপি। বাজারে ওজনের এই কারচুপি ঠেকাতে এবার পথে নামলেন ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকরা।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5396398_img20250821wa0068_watermark_21082025_174545_2.jpg?impolicy=website&width=827&height=620)