Clay Water Bottle: মাটির বোতল থেকে ফিল্টার, স্বাস্থ্যের উপকারি এই জিনিসগুলো এখানে কিনুন

Last Updated:
Clay Water Bottle: জল রাখুন মাটির তৈরি বোতল, ফিল্টারে। কিনতে পাওয়া যাচ্ছে এখানে, স্বাস্থ্যর পক্ষে বেশ উপকারি এগুলো
1/6
আপনি কি শরীরের বিষয়ে যত্নশীল? তবে প্লাস্টিক বোতলে জল খাওয়া ছেড়ে জল রাখুন এইসবে। একদিকে যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনই বেশ কয়েক ঘণ্টা ঠান্ডা থাকবে জল।
আপনি কি শরীরের বিষয়ে যত্নশীল? তবে প্লাস্টিক বোতলে জল খাওয়া ছেড়ে জল রাখুন এইসবে। একদিকে যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনই বেশ কয়েক ঘণ্টা ঠান্ডা থাকবে জল।
advertisement
2/6
মাটির তৈরি এসব জিনিস। বিক্রি হচ্ছে প্রান্তিক গ্রামীণ এলাকায়। যথেষ্ট বিক্রি হচ্ছে। একদিকে যেমন দেখতে সুন্দর তেমনই বেশ উপকারী এই সকল মাটির তৈরি জিনিস।
মাটির তৈরি এসব জিনিস। বিক্রি হচ্ছে প্রান্তিক গ্রামীণ এলাকায়। যথেষ্ট বিক্রি হচ্ছে। একদিকে যেমন দেখতে সুন্দর তেমনই বেশ উপকারী এই সকল মাটির তৈরি জিনিস।
advertisement
3/6
পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় ব্লকের গোপীনাথপুর এলাকায় এক ব্যক্তি বিক্রি করছেন মাটির তৈরি বোতল, ফিল্টার সহ নানান জিনিস।
পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় ব্লকের গোপীনাথপুর এলাকায় এক ব্যক্তি বিক্রি করছেন মাটির তৈরি বোতল, ফিল্টার সহ নানান জিনিস।
advertisement
4/6
মাটির তৈরি এই সকল ফিল্টার এবং বোতলে প্রায় সাত থেকে আট ঘন্টা পর্যন্ত জল ঠান্ডা থাকছে। এছাড়াও বোতল কিংবা ফিল্টারকে বিভিন্ন রঙিন আলপনায় সাজিয়ে তোলা হয়েছে।
মাটির তৈরি এই সকল ফিল্টার এবং বোতলে প্রায় সাত থেকে আট ঘন্টা পর্যন্ত জল ঠান্ডা থাকছে। এছাড়াও বোতল কিংবা ফিল্টারকে বিভিন্ন রঙিন আলপনায় সাজিয়ে তোলা হয়েছে।
advertisement
5/6
বিক্রেতা দুলাল দাস বলেন, এই সকল জিনিসের দাম রয়েছে নিমিত্ত মাত্র। বোতলের দাম একশ কুড়ি থেকে দেড়শ টাকা, ফিল্টারেরও দাম রয়েছে নাগালের মধ্যে।
বিক্রেতা দুলাল দাস বলেন, এই সকল জিনিসের দাম রয়েছে নিমিত্ত মাত্র। বোতলের দাম একশ কুড়ি থেকে দেড়শ টাকা, ফিল্টারেরও দাম রয়েছে নাগালের মধ্যে।
advertisement
6/6
খুব সুন্দর এবং সৌখিন এই সকল মাটির জিনিস। স্বাস্থ্যের পক্ষেও বেশ উপকারী। পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, মাটির তৈরি জিনিসে একদিকে খুব ঠান্ডা থাকে জল এবং মাটির বিশেষ গুণের কারণে মাটির কোনও পাত্রে জল রেখে খেলে শরীর বেশ সুস্থ থাকে।
খুব সুন্দর এবং সৌখিন এই সকল মাটির জিনিস। স্বাস্থ্যের পক্ষেও বেশ উপকারী। পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, মাটির তৈরি জিনিসে একদিকে খুব ঠান্ডা থাকে জল এবং মাটির বিশেষ গুণের কারণে মাটির কোনও পাত্রে জল রেখে খেলে শরীর বেশ সুস্থ থাকে।
advertisement
advertisement
advertisement