Betel: এবার লন্ডনে যাচ্ছে বাংলার মিঠা পাতার পান! দাম কত উঠল জানেন?

Last Updated:
Betel: এবার লন্ডন যাচ্ছে বাংলার মিঠা পাতার পান। এতদিন ইউরোপের কয়েকটি দেশে এবং দুবাই ও মার্কিন যুক্তরাষ্ট্রে যেত এই মিঠা পান পাতা। জানুন
1/6
এবার লন্ডন যাচ্ছে বাংলার মিঠা পাতার পান। এতদিন ইউরোপের কয়েকটি দেশে এবং দুবাই ও মার্কিন যুক্তরাষ্ট্রে যেত এই মিঠা পান পাতা। এখন ব্রিটিশদের মধ্যেও এই পানের চাহিদা তৈরি হয়েছে।
এবার লন্ডন যাচ্ছে বাংলার মিঠা পাতার পান। এতদিন ইউরোপের কয়েকটি দেশে এবং দুবাই ও মার্কিন যুক্তরাষ্ট্রে যেত এই মিঠা পান পাতা। এখন ব্রিটিশদের মধ্যেও এই পানের চাহিদা তৈরি হয়েছে।
advertisement
2/6
এই মিঠে পান পাতা বাংলা ছাড়া কোথাও চাষ হয় না। ফলে এখন এই পান বিদেশে রফতানিও হচ্ছে অনেক বেশি। সেই তালিকায় এবার লন্ডনের নাম যোগ হয়েছে।
এই মিঠে পান পাতা বাংলা ছাড়া কোথাও চাষ হয় না। ফলে এখন এই পান বিদেশে রফতানিও হচ্ছে অনেক বেশি। সেই তালিকায় এবার লন্ডনের নাম যোগ হয়েছে।
advertisement
3/6
গত এক মাসে কৃষকরা এখন পানের সঠিক দাম পাচ্ছেন। সরকারি হস্তক্ষেপে এক গুছিতে ৫০টি এবং তার সঙ্গে অতিরিক্ত আরও ২০টি পান বিক্রি করতে পারবেন চাষিরা।
গত এক মাসে কৃষকরা এখন পানের সঠিক দাম পাচ্ছেন। সরকারি হস্তক্ষেপে এক গুছিতে ৫০টি এবং তার সঙ্গে অতিরিক্ত আরও ২০টি পান বিক্রি করতে পারবেন চাষিরা।
advertisement
4/6
সরকারের বেঁধে দেওয়া এই নিয়মের ফলে লাভের মুখ দেখতে শুরু করেছেন লক্ষ লক্ষ পান চাষি। ১৫ ডিসেম্বর থেকে এই নয়া নিয়ম চালু হয়েছে। তার আগে আড়তদারদের চাপে অনেক বেশি পান গুছিতে বিক্রি করতে বাধ্য হতেন চাষিরা।
সরকারের বেঁধে দেওয়া এই নিয়মের ফলে লাভের মুখ দেখতে শুরু করেছেন লক্ষ লক্ষ পান চাষি। ১৫ ডিসেম্বর থেকে এই নয়া নিয়ম চালু হয়েছে। তার আগে আড়তদারদের চাপে অনেক বেশি পান গুছিতে বিক্রি করতে বাধ্য হতেন চাষিরা।
advertisement
5/6
নয়া নিয়ম লাগু করার আগে পর্যন্ত একটি পান এক টাকারও কম দামে বিক্রি করতে হত চাষিদের। নতুন নিয়ম কার্যকর হতেই একটি পানপাতার দাম দুই টাকা পর্যন্ত উঠছে।
নয়া নিয়ম লাগু করার আগে পর্যন্ত একটি পান এক টাকারও কম দামে বিক্রি করতে হত চাষিদের। নতুন নিয়ম কার্যকর হতেই একটি পানপাতার দাম দুই টাকা পর্যন্ত উঠছে।
advertisement
6/6
জেলা থেকে আড়তদার মারফত পূর্ব মেদিনীপুরের মার্কেটে যাচ্ছে পান। সেখান থেকে বড় মাপের রফতানি সংস্থার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা কিনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
জেলা থেকে আড়তদার মারফত পূর্ব মেদিনীপুরের মার্কেটে যাচ্ছে পান। সেখান থেকে বড় মাপের রফতানি সংস্থার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা কিনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement