Migratory Birds: কলকাতার খুব কাছেই পরি‌যায়ী পাখিদের স্বর্গরাজ্য! নিরিবিলিতে প্রকৃতির অন্তরালে ঘুরে আসুন, উইকেন্ড ট্রিপের জন্য সেরা গন্তব্য

Last Updated:
South 24 Parganas Migratory Birds: শীতের মরশুমে পরিযায়ী পাখির দেখা মিলছে সুন্দরবনের বেশ কয়েকটি দ্বীপে। জম্বুদ্বীপ, ফ্রেজারগঞ্জ, লোথিয়ান, কালিস্তান ও কলসদ্বীপে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসছে।
1/6
এইবছরে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। শীতের মরশুমে পরিযায়ী পাখির দেখা মিলছে সুন্দরবনের বেশ কয়েকটি দ্বীপে। জম্বুদ্বীপ, ফ্রেজারগঞ্জ, লোথিয়ান, কালিস্তান ও কলসদ্বীপে পাখিদের দেখা যাচ্ছে। ফলে ওই দ্বীপগুলি থেকে ঘুরে আসতে পারেন আপনিও। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
এইবছরে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। শীতের মরশুমে পরিযায়ী পাখির দেখা মিলছে সুন্দরবনের বেশ কয়েকটি দ্বীপে। জম্বুদ্বীপ, ফ্রেজারগঞ্জ, লোথিয়ান, কালিস্তান ও কলসদ্বীপে পাখিদের দেখা যাচ্ছে। ফলে ওই দ্বীপগুলি থেকে ঘুরে আসতে পারেন আপনিও। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
পরিযায়ী পাখির মধ্যে কমন শেলডাক, হুইসলিং ডাক, বিভিন্ন প্রজাতির সিগালের কলরবে ভরে উঠেছে বাদাবন ও নদীর চর। দক্ষিণ ২৪ পরগনার সর্বত্র এখনও পর্যন্ত পরিযায়ী পাখিদের ভিড় সেভাবে জমে ওঠেনি।
পরিযায়ী পাখির মধ্যে কমন শেলডাক, হুইসলিং ডাক, বিভিন্ন প্রজাতির সিগালের কলরবে ভরে উঠেছে বাদাবন ও নদীর চর। দক্ষিণ ২৪ পরগনার সর্বত্র এখনও পর্যন্ত পরিযায়ী পাখিদের ভিড় সেভাবে জমে ওঠেনি।
advertisement
3/6
ডায়মন্ড হারবার, বারুইপুর-সহ বেশ কিছু জায়গায় ভাল সংখ্যক পাখি এসেছে। তবে এবার উপকূলে পরিযায়ী পাখির দেখা মিলছে। প্রতি বছর ডিসেম্বরের শুরু থেকেই ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই সব পাখি উড়ে আসতে শুরু করে।
ডায়মন্ড হারবার, বারুইপুর-সহ বেশ কিছু জায়গায় ভাল সংখ্যক পাখি এসেছে। তবে এবার উপকূলে পরিযায়ী পাখির দেখা মিলছে। প্রতি বছর ডিসেম্বরের শুরু থেকেই ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই সব পাখি উড়ে আসতে শুরু করে।
advertisement
4/6
এবছর পরিযায়ী পাখিরা উপকূলে বেশি এসেছে। সেজন্য পরিযায়ী পাখি দেখতে হলে এবছর আপনাকে উপকূলের দিকে যেতে হবে। তবেই ভাল পাখি দেখতে পাবেন।
এবছর পরিযায়ী পাখিরা উপকূলে বেশি এসেছে। সেজন্য পরিযায়ী পাখি দেখতে হলে এবছর আপনাকে উপকূলের দিকে যেতে হবে। তবেই ভাল পাখি দেখতে পাবেন।
advertisement
5/6
স্ট্রিক থ্রোটেড সোয়ালো, কমন শেলডাক, পালাল গাল জাতীয় পাখির দেখা মিলছে। জেলার অন্যান্য জায়গায় কিন্তু পাখিদের ঝাঁক সেভাবে দেখা যাচ্ছে না।
স্ট্রিক থ্রোটেড সোয়ালো, কমন শেলডাক, পালাল গাল জাতীয় পাখির দেখা মিলছে। জেলার অন্যান্য জায়গায় কিন্তু পাখিদের ঝাঁক সেভাবে দেখা যাচ্ছে না।
advertisement
6/6
এবছর শীত শেষ হতে এখনও বেশ কিছু সময় বাকি রয়েছে। ফলে জেলার অন্যান্য জায়গাতেও পাখির দেখা মিলবে বলে আশাবাদী সকলে। কিন্তু এখনই এই পরিযায়ী পাখি দেখতে হলে আপনাকে যেতে হবে উপকূলে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
এবছর শীত শেষ হতে এখনও বেশ কিছু সময় বাকি রয়েছে। ফলে জেলার অন্যান্য জায়গাতেও পাখির দেখা মিলবে বলে আশাবাদী সকলে। কিন্তু এখনই এই পরিযায়ী পাখি দেখতে হলে আপনাকে যেতে হবে উপকূলে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement