রোজ রাস্তা পরিষ্কার করলেও এক পয়সা নেন না! কিন্তু কেন? এই বৃদ্ধের কাহিনী জানলে স্যালুট করবেন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
নিঃস্বার্থভাবে, নিঃশব্দে ৬৬ বছর ধরে এই কাজ করে আসছেন তিনি
advertisement
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভার বিষ্ণুপুর বিধানসভার লায়েক বাঁধ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লায়েক বাঁধ গ্রামের বাসিন্দা অশোক পাল দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা নিজ উদ্যোগে প্রতিদিন দিনে দু'বার করে পরিষ্কার করেন। আগে এই রাস্তা কাঁচা ছিল কিন্তু পরবর্তীকালে রাস্তা পাকা হয়েছে। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement
কেন এত নিবেদন? কিসের জন্য এই কাজ করছেন তিনি? জিজ্ঞেস করলে বৃদ্ধ অশোক পাল বলেন, আমি রাস্তায় নোংরা দেখলে থাকতে পারি না। কেউ ফেললে তাঁকে কড়া ভাষায় বলি। সারাদিন রাস্তাটা পরিষ্কার করি। ১২ বছর বয়স থেকে করছি। আমার আর কোনও কাজ নেই। রোজগার নেই। আগে মনসা মন্দিরের দেখভাল করতাম। তবে এখন পুরোপুরিভাবে রাস্তাটাই আমার সব। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
অনেকেই সরকারের অপেক্ষায় দিন গোনেন। অনেকেই আছেন যারা না বুঝে পরিচ্ছন্ন রাস্তাঘাট অপরিষ্কার করেন। কিন্তু বছর ৭৯-এর অশোকবাবু সবটাই নিজের হাতে তুলে নেন। তাঁর জীবন লায়েক বাঁধ গ্রামে সীমাবদ্ধ। শারিরীক কারণে নড়নচড়ন কমেছে একটু। তবে নতুন প্রজন্ম ওনাকে দেখে উদ্বুদ্ধ হবে বলেই আশা রাখছেন স্থানীয় বাসিন্দারা। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)