৪০০০ টাকা দিয়ে শুরু, পুজোর আগে কলকাতা কাঁপায় 'এই' ব্যবসা! আয়ের নয়া দিশা দেখাচ্ছেন বাঁকুড়ার ব্যবসায়ী
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Electrical Items Business: বাঁকুড়ার ছেলে বলে কলকাতায় ব্যবসার মাল নিতে গিয়ে অবহেলিত হতে হয়েছিল বাবলুকে। পুজোর আগে সেই কলকাতাতেই বিক্রি হচ্ছে বাবলুর তৈরি প্রোডাক্ট
advertisement
advertisement
একদিন বাঁকুড়ার ছেলে বলে তাঁকে অবহেলিত হতে হয়েছিল কলকাতায়। শুনতে হয়েছিল, "বাঁকুড়ার ছেলেরা পারে না।" মনে জেদ নিয়ে ফিরে আসেন বাবলু। মাত্র ৪০০০ টাকা দিয়ে পুরোদমে ব্যবসা শুরু করেন। বর্তমানে বাবলু প্রায় চল্লিশটি ইলেকট্রিক্যাল প্রোডাক্ট বিক্রি করেন। ম্যানুফ্যাকচারিং করেন বেশ কিছু প্রোডাক্ট। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement
মোমবাতির মতো দেখতে লাইট সাজানো রয়েছে একের পর এক। দুর্গাপুজো, দীপাবলির রাতে এবং কালী পুজোয় এই আলো বাড়ির শোভা বাড়াবে। সবই হোলসেলে বিক্রি করে থাকেন বাবলু। এছাড়াও এক্সটেনশন কর্ড তৈরি এবং পাখা অ্যাসেমবেল করেন বাঁকুড়ার এই ব্যবসায়ী। সারা বছরই থাকে প্রোডাক্ট তৈরি এবং বিক্রি করার ব্যস্ততা। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement









