Kali Puja 2025 : বীরভূমে একখণ্ড গঙ্গা, ভূত চতুর্দশীতে স্নানের হিড়িক! এখানে ডুব না দিয়ে পুজো শুরু করেন না কেউ
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Kali Puja 2025 : রবিবার ভোর থেকেই শুরু হয়েছে ভূত চতুর্দশীর পুণ্যস্নান। জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী জেলা থেকে হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছেন বক্রেশ্বরের 'পাপহরণী গঙ্গা' ঘাটে।
advertisement
advertisement
বক্রেশ্বর মন্দিরের পুরোহিত জয়ন্ত আচার্য বলেন, "বক্রেশ্বর শিবক্ষেত্র দেবী মহিষমর্দিনীর একান্নপীঠ হিসেবে সকলেই জানেন। তবে এখানকার এই পাপহরণী গঙ্গা, আমাদের জেলার মানুষ গঙ্গা হিসেবেই মানেন। ভূত চতুর্দশীর দিন এই স্নান না করলে অনেকেই ঘরের পুজোর কাজ শুরু করেন না। তাই আজ ভোর থেকেই এমন ভিড়। কাল সকাল পর্যন্ত এই ভিড় চলবে।"
advertisement
advertisement








