Bankura News: শ্মশানকে বানিয়েছেন 'শান্তিনিকেতন'! বাঁকুড়ার শিল্পীর কারিগরি দেখলে অবাক হবেন

Last Updated:
শ্মশানের দেয়ালে এঁকেছেন মজার ধাঁধা। শিল্পীর কাণ্ড দেখলে অবাক হবেন।
1/6
শব দাহ করার টায়ার এবং সিমেন্ট দিয়ে সাজিয়ে তুলেছেন একটি শ্মশান। বাঁকুড়ার শিল্পী সুজয় দাস।
শব দাহ করার টায়ার এবং সিমেন্ট দিয়ে সাজিয়ে তুলেছেন একটি শ্মশান। বাঁকুড়ার শিল্পী সুজয় দাস।
advertisement
2/6
শ্মশানের দেয়ালে এঁকেছেন মজার ধাঁধা। শিল্পীর কাণ্ড দেখলে অবাক হবেন।
শ্মশানের দেয়ালে এঁকেছেন মজার ধাঁধা। শিল্পীর কাণ্ড দেখলে অবাক হবেন।
advertisement
3/6
শ্মশানের দেয়ালে লিখেছেন নিজের লেখা কবিতা 'কাবলুর দশ কাপ'। শ্মশানেও কবিতা পড়তে পারবেন।
শ্মশানের দেয়ালে লিখেছেন নিজের লেখা কবিতা 'কাবলুর দশ কাপ'। শ্মশানেও কবিতা পড়তে পারবেন।
advertisement
4/6
এমনকি লিখেছেন মশা নিধনকারী ডেঙ্গি নিধনকারী কবিতা। সেই কবিতাও জায়গা করে নিয়েছে শ্মশানের দেওয়ালে।
এমনকি লিখেছেন মশা নিধনকারী ডেঙ্গি নিধনকারী কবিতা। সেই কবিতাও জায়গা করে নিয়েছে শ্মশানের দেওয়ালে।
advertisement
5/6
মানুষের সেলফি তোলার হুজুগকে ব্যঙ্গ করেও লেখা হয়েছে কবিতা। প্রাসঙ্গিক সব সামাজিক বিষয়কে তুলে ধরে তিনি কাজ করে চলেছেন শ্মশানের বুকে।
মানুষের সেলফি তোলার হুজুগকে ব্যঙ্গ করে লেখা হয়েছে কবিতা। প্রাসঙ্গিক সব সামাজিক বিষয়কে তুলে ধরে তিনি কাজ করে চলেছেন শ্মশানের বুকে।
advertisement
6/6
শিল্পী সুজয় দাস জানান, রামকিঙ্কর বেইজ তাঁর অনুপ্রেরণা। এছাড়াও ভাস্কর রোদাঁর এক্সিবিশন থেকে অনুপ্রেরণা পান তিনি। এছাড়াও একবার শান্তিনিকেতনে গিয়েছিলেন তিনি, সেখানে এক ঝলক দেখা পেয়েছিলেন রামকিঙ্কর বেইজের।
রামকিঙ্কর বেইজ তাঁর অনুপ্রেরণা। এছাড়াও ভাস্কর রোদাঁর এক্সিবিশন থেকে অনুপ্রেরণা পান তিনি। এছাড়াও একবার শান্তিনিকেতনে গিয়েছিলেন তিনি, সেখানে এক ঝলক দেখা পেয়েছিলেন রামকিঙ্কর বেইজের।
advertisement
advertisement
advertisement