মুখোমুখি সংঘর্ষ, লরিতে দাউদাউ করে আগুন! কেবিনেই আটকে গেলেন চালক, তারপর মর্মান্তিক পরিণতি
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Accident Death : জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। আগুন লেগে যায় দুটি লরিতেই। ঘটনার পর বেরিয়ে আসতে পারেন নি এক চালক। মৃত্যু হয়েছে তাঁর। এলাকায় চাঞ্চল্য।
advertisement
advertisement
advertisement
এই অগ্নিকাণ্ডে চঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় শেখ দীঘি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে সাগরদীঘি থানার পুলিশ ও একটি দমকলের ইঞ্জিন। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী।<span style="color: currentcolor;">পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলেই আগুন লেগে যায়। চা ভর্তি লরির মধ্যেই ছিলেন চালক। খালাসি বেড়িয়ে যেতে পারলেও চালক বেরোতে পারেননি। ফলে দগ্ধ অবস্থায় মৃত্যু হয় চালকের।</span>
advertisement







