অনুমতি মিলল না নিজের হেলিকপ্টারের, ঝাড়খণ্ড থেকে পাঠালেন হেমন্ত সোরেন! বীরভূম উড়েই গেলেন অভিষেক
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Abhishesk Helicopter Issue: রামপুরহাটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে চরম শোরগোল! সভায় পৌঁছনোর জন্য উড়তেই দেওয়া হল না অভিষেকের জন্য নির্ধারিত হেলিকপ্টারটি। শেষমেশ হেমন্ত সোরেনের হেলিকপ্টারে রামপুরহাটে পৌঁছলেন অভিষেক।
advertisement
advertisement
advertisement
ডিজিসিএ অনুমতি না দেওয়াতেই নির্ধারিত সময়ে উড়তে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। তৃণমূলের একটি সূত্রে খবর, হেলিকপ্টার ওড়ার জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়নি ডায়মন্ড হারবারের সাংসদ ও তাঁর দলকে। যার ফলে দুপুর পর্যন্ত বেহালা ফ্লাইং ক্লাবে কপ্টারের অপেক্ষায় বসে ছিলেন তৃণমূল সাংসদ তথা দলের সেকেন্ড ইন কম্যান্ড, অভিষেক। যদিও পরে অনুমতি দেওয়া হলে বেলা আড়াইটে নাগাদ কপ্টার উড়ে যায়।
advertisement
তবে তৃণমূল সূত্রের খবর, উড়তে দেওয়া হয়নি অভিষেকের জন্য নির্ধারিত হেলিকপ্টারটি। বদলেহেমন্ত সোরেনের হেলিকপ্টারে রামপুরহাটে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা ১২ টার সময় অভিষেকের বিমান ওড়ার কথা ছিল বেহালা ফ্লাইং ক্লাব থেকে। কিন্তু দুপুর ১টা ৩০ মিনিট হয়ে গেলেও উড়তে পারেনি কপ্টার। ডিজিসিএ-র তরফে এই নিয়ে কোনও কারণ জানায় হয়নি।
advertisement









