Durga Puja 2025: পুজোর ভিড় কাটিয়ে নিরিবিলিতে একটু সময় কাটাতে চান? রইল সময় কাটানোর সেরা ঠিকানা

Last Updated:
Durga Puja 2025: তাই এবারের দুর্গোৎসবে মণ্ডপে মণ্ডপে ঘোরার পাশাপাশি যদি মন চায় একটু শান্তির ঠিকানা খুঁজতে, তবে বসিরহাট শহরের বুকেই রয়েছে রবীন্দ্র সৈকত, আলোর ঝর্ণা উদ্যান আর ঘোষ বাড়ির মতো সুন্দর পরিবেশ। উৎসবের আনন্দে ভিড়ের কোলাহল সামলে এই জায়গাগুলোই এনে দেবে প্রকৃত প্রশান্তির ছোঁয়া।
1/6
কলকাতার মতোই উত্তর ২৪ পরগণার বসিরহাট শহরও আজ থিমের ছোঁয়ায় মেতে উঠেছে দুর্গোৎসবে। একের পর এক ক্লাবের অভিনব থিম মণ্ডপ দেখতে শহরে ভিড় জমছে হাজারো মানুষের। তবে উৎসবের কোলাহলের ভেতরেও অনেকে খোঁজেন কিছুটা শান্ত নিরিবিলি পরিবেশ। বসিরহাট শহরেই রয়েছে এমন কয়েকটি স্থান, যেখানে ভিড়ের বাইরে গিয়ে কাটানো যায় প্রশান্তিময় কিছু মুহূর্ত।
কলকাতার মতোই উত্তর ২৪ পরগণার বসিরহাট শহরও আজ থিমের ছোঁয়ায় মেতে উঠেছে দুর্গোৎসবে। একের পর এক ক্লাবের অভিনব থিম মণ্ডপ দেখতে শহরে ভিড় জমছে হাজার মানুষের। তবে উৎসবের কোলাহলের ভেতরেও অনেকে খোঁজেন কিছুটা শান্ত নিরিবিলি পরিবেশ। বসিরহাট শহরেই রয়েছে এমন কয়েকটি স্থান, যেখানে ভিড়ের বাইরে গিয়ে কাটানো যায় প্রশান্তিময় কিছু মুহূর্ত।
advertisement
2/6
বসিরহাটের অন্যতম আকর্ষণ ইছামতি নদীর তীরে গড়ে ওঠা রবীন্দ্র সৈকত। ব্রিজের একেবারে পাশেই নদীর ধারে এই সুন্দর পরিবেশ মন ভরিয়ে দেয় ভ্রমণপিপাসুদের। পুজোর ভিড় সামলে এখানে বসে নদীর জলে হাওয়ার স্রোত উপভোগ করার মধ্যে রয়েছে অন্যরকম শান্তির স্পর্শ।
বসিরহাটের অন্যতম আকর্ষণ ইছামতি নদীর তীরে গড়ে ওঠা রবীন্দ্র সৈকত। ব্রিজের একেবারে পাশেই নদীর ধারে এই সুন্দর পরিবেশ মন ভরিয়ে দেয় ভ্রমণপিপাসুদের। পুজোর ভিড় সামলে এখানে বসে নদীর জলে হাওয়ার স্রোত উপভোগ করার মধ্যে রয়েছে অন্যরকম শান্তির স্পর্শ।
advertisement
3/6
শহরের আরেক নিরিবিলি কোণা হলো আলোর ঝর্ণা উদ্যান। বসিরহাট টাউনহলের একেবারে পাশে অবস্থিত এই উদ্যানে পুজোর দিনেও পাওয়া যায় খানিকটা প্রশান্তি। সবুজ গাছপালা আর সুশৃঙ্খল সাজানো পরিবেশ এখানে এনে দেয় এক স্বস্তির অনুভূতি।
শহরের আরেক নিরিবিলি কোণা হলো আলোর ঝর্ণা উদ্যান। বসিরহাট টাউন হলের একেবারে পাশে অবস্থিত এই উদ্যানে পুজোর দিনেও পাওয়া যায় খানিকটা প্রশান্তি। সবুজ গাছপালা আর সুশৃঙ্খল সাজানো পরিবেশ এখানে এনে দেয় এক স্বস্তির অনুভূতি।
advertisement
4/6
এছাড়াও বসিরহাটের ঘোষ বাড়িও পুজোর ভিড়ের পাশাপাশি হয়ে উঠেছে শান্ত পরিবেশে সময় কাটানোর অন্যতম ঠিকানা। এখানে বাড়িতে যেমন প্রতিবারই জমকালো পুজো আয়োজন হয়, তেমনি এর বিস্তৃত খোলা প্রাঙ্গণ আর বাগান পরিবেশ ভ্রমণকারীদের টেনে আনে।
এছাড়াও বসিরহাটের ঘোষ বাড়িও পুজোর ভিড়ের পাশাপাশি হয়ে উঠেছে শান্ত পরিবেশে সময় কাটানোর অন্যতম ঠিকানা। এখানে যেমন প্রতিবারই জমকালো পুজো আয়োজন হয়, তেমনি এর বিস্তৃত খোলা প্রাঙ্গণ আর বাগান পরিবেশ ভ্রমণকারীদের টেনে আনে।
advertisement
5/6
শহরের এই নিরিবিলি জায়গাগুলোয় বসে শুধু গল্পগুজব নয়, সঙ্গে পাওয়া যায় প্রকৃতির সান্নিধ্য। ভিড় এড়িয়ে পরিবারের সঙ্গে কিংবা একান্তে কিছু সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না।
শহরের এই নিরিবিলি জায়গাগুলোয় বসে শুধু গল্পগুজব নয়, সঙ্গে পাওয়া যায় প্রকৃতির সান্নিধ্য। ভিড় এড়িয়ে পরিবারের সঙ্গে কিংবা একান্তে কিছু সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না।
advertisement
6/6
তাই এবারের দুর্গোৎসবে মণ্ডপে মণ্ডপে ঘোরার পাশাপাশি যদি মন চায় একটু শান্তির ঠিকানা খুঁজতে, তবে বসিরহাট শহরের বুকেই রয়েছে রবীন্দ্র সৈকত, আলোর ঝর্ণা উদ্যান আর ঘোষ বাড়ির মতো সুন্দর পরিবেশ। উৎসবের আনন্দে ভিড়ের কোলাহল সামলে এই জায়গাগুলোই এনে দেবে প্রকৃত প্রশান্তির ছোঁয়া।
তাই এবারের দুর্গোৎসবে মণ্ডপে মণ্ডপে ঘোরার পাশাপাশি যদি মন চায় একটু শান্তির ঠিকানা খুঁজতে, তবে বসিরহাট শহরের বুকেই রয়েছে রবীন্দ্র সৈকত, আলোর ঝর্ণা উদ্যান আর ঘোষ বাড়ির মতো সুন্দর পরিবেশ। উৎসবের আনন্দে ভিড়ের কোলাহল সামলে এই জায়গাগুলোই এনে দেবে প্রকৃত প্রশান্তির ছোঁয়া।
advertisement
advertisement
advertisement