Damodar River : দামোদর নদীতে দেখা দিল সেই প্রাণী! এখন আর দেখাই যায় না, অনেকদিন পর আবার... 

Last Updated:
Damodar- বর্ষায় ভরা দামোদরে খোঁজ মিলল গ্যাঞ্জেটিক ডলফিনের। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরের সাদিপুরে জেলেদের জালে একটি গ্যাঞ্জেটিক ডলফিন আটকে পড়ে।
1/5
দামোদরে এবার দেখা মিলল গ্যাঞ্জেটিক ডলফিনের। বৃহস্পতিবার সকালে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে গ্যাঞ্জেটিক ডলফিনটি। যা দেখতে ভিড় জমান এলাকাবাসী।( চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
দামোদরে ইলিশের পর এবার গ্যাঞ্জেটিক ডলফিন ডলফিনের দেখা! বৃহস্পতিবার সকালে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে গ্যাঞ্জেটিক ডলফিন। সেটি দেখতে এলাকাবাসী।( চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)।
advertisement
2/5
বর্ষায় ভরা দামোদরে খোঁজ মিলল গ্যাঞ্জেটিক ডলফিনের।পূর্ব বর্ধমানের জামালপুরের সাদিপুরের বাসিন্দা পেশায় জেলে প্রশান্ত মাঝি প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে নৌকা নিয়ে দামোদর নদে মাছ ধরতে যান। সেখানেই তার জালে আটকে পড়ে গ্যাঞ্জেটিক ডলফিনটি।
বর্ষায় ভরা দামোদরে খোঁজ মিলল গ্যাঞ্জেটিক ডলফিনের। পূর্ব বর্ধমানের জামালপুরের সাদিপুরের বাসিন্দা পেশায় জেলে প্রশান্ত মাঝি প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে নৌকা নিয়ে দামোদর নদে মাছ ধরতে যান। সেখানেই তার জালে আটকে পড়ে গ্যাঞ্জেটিক ডলফিন।
advertisement
3/5
প্রথমে জালটি টানতে অসুবিধা হলে তিনি মনে করেন হয়ত কোন বড় মাছ আটকেছে, পরে দেখেন একটি গ্যাঞ্জেটিক ডলফিন।তিনি সঙ্গে সঙ্গে খবর দেন এলাকাবাসীদের।পরে প্রশান্ত মাঝি ও তার সঙ্গীরা ডলফিনটিকে মাঝ নদীতে ছেড়ে দেন।
প্রথমে জালটি টানতে অসুবিধা হলে তিনি মনে করেন হয়তো কোনও বড় মাছ আটকেছে, পরে তিনি দেখেন একটি গ্যাঞ্জেটিক ডলফিন। তিনি সঙ্গে সঙ্গে খবর দেন এলাকাবাসীদের। পরে প্রশান্ত মাঝি ও তার সঙ্গীরা ডলফিন থেকে মাঝ নদীতে ছেড়ে দেন।
advertisement
4/5
বৈদ্যনাথ মন্ডল জানান, প্রতিদিন আমরা নদীতে মাছ ধরি,আমাদেরই প্রতিবেশী এক জেলে বন্ধু মাছ ধরতে গিয়েছিল।কাল রাতে জাল পেতে ছিল।আজ সকালে দেখে সেই জালটায় একটা ডলফিন মাছ আটকে রয়েছে। গ্রামে এসে আমাদের প্রতিবেশীদের ডেকে নিয়ে গেল,আমরা গিয়ে ডলফিনটি উদ্ধার করে মাঝ নদীতে ছেড়ে দিলাম।
বৈদ্যনাথ মন্ডল জানান, প্রতিদিন আমরা নদীতে মাছ ধরি, আমাদের প্রতিবেশী এক জেলে বন্ধু মাছ ধরতে গিয়েছিল। কাল রাতে জাল পেতে ছিল। আজ সকালে দেখে সেই জালটাই একটা ডলফিন মাছ আটকে রয়েছে। গ্রামে এসে আমাদের প্রতিবেশীদের ডেকে নিয়ে গেল, আমরা গিয়ে ডলফিন উদ্ধার করে মাঝ নদীতে ছেড়ে দিলাম।
advertisement
5/5
স্থানীয় এক বাসিন্দা জানান,আনুমানিক ৩৫ থেকে ৪০ কেজি ওজনের হবে ডলফিনটির। প্রথম ডলফিনটিকে দেখতে এলাকাবাসীরা ভিড় জমিয়েছিলেন নদীর ধারে পরে উদ্ধার হাওয়া ডলফিনটি ফের নদীতে ছেড়ে দেওয়ায় খুশী এলাকাবাসী।( চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
স্থানীয় এক বাসিন্দা জানান, আনুমানিক ৩০ থেকে ৪০ কেজি ওজন হবে ডলফিনটির। প্রথম ডলফিনটিকে দেখতে এলাকাবাসী ভিড় জমিয়েছিলেন নদীর ধারে পরে উদ্ধার হওয়া ডলফিনটি ফের নদীতে ছেড়ে দেওয়াই খুশি এলাকাবাসী। (চিত্র ও তথ্য সূত্র:সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement