Durga Puja 2023: পনেরো ফুটের দুর্গার মাথায় রুপোর মুকুট! মণ্ডপেও আছে বড় চমক

Last Updated:
জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সংঘের ৮০তম বছরের পুজো। তাদের এবছরের থিম আশিতে সাবিকি আনা ষোল আনাই বাঙালিয়ানা
1/5
এ যেন এক জমিদার বাড়ি।  তবে আপনাকে এই মন্ডপে আসলে মনে হবে যেন কোন এক জমিদার বাড়িতে আপনি প্রবেশ করেছেন।
এ যেন এক জমিদার বাড়ি। তবে আপনাকে এই মন্ডপে আসলে মনে হবে যেন কোন এক জমিদার বাড়িতে আপনি প্রবেশ করেছেন।
advertisement
2/5
জমিদার বাড়ির সেই বড় বড় দরজা জানালা কড়ি বর্গা সবই ফুটে উঠেছে এই মন্ডপ জুড়ে। প্যান্ডেল নাকি আসল জমিদার বাড়ি তা একবার চোখের দেখা না দেখলে বিশ্বাস হবে না।
জমিদার বাড়ির সেই বড় বড় দরজা জানালা কড়ি বর্গা সবই ফুটে উঠেছে এই মন্ডপ জুড়ে। প্যান্ডেল নাকি আসল জমিদার বাড়ি তা একবার চোখের দেখা না দেখলে বিশ্বাস হবে না।
advertisement
3/5
জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সংঘের ৮০তম বছরের পুজো। তাদের  এবছরের থিম আশিতে সাবিকি আনা ষোল আনাই বাঙালিয়ানা।
জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সংঘের ৮০তম বছরের পুজো। তাদের এবছরের থিম আশিতে সাবিকি আনা ষোল আনাই বাঙালিয়ানা।
advertisement
4/5
দক্ষিণ বারাসাত অঞ্চলের ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সংঘেই  প্রথম বারোয়ারি পুজোর শুরু হয় সেই সময়ে বাকি সব  পুজো হতো জমিদারদের।
দক্ষিণ বারাসাত অঞ্চলের ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সংঘেই প্রথম বারোয়ারি পুজোর শুরু হয় সেই সময়ে বাকি সব পুজো হতো জমিদারদের।
advertisement
5/5
জমিদার বাড়ির  মণ্ডপের মানানসই করে থাকছে পনেরো ফুটের দুর্গার মাথায়  রুপোর  মুকুট।
জমিদার বাড়ির মণ্ডপের মানানসই করে থাকছে পনেরো ফুটের দুর্গার মাথায় রুপোর মুকুট।
advertisement
advertisement
advertisement