Mahalaya 2023 : চক্ষুদান শেষে বেশভূষা অলঙ্কারে সেজে মৃন্ময়ী মা হবেন চিন্ময়ী

Last Updated:
পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের সূচনায় হয় দেবী দুর্গার চক্ষুদান। বনেদি বাড়ি থেকে পোটোপাড়া সবাই নিষ্ঠা ভরে করে এই কাজ।
1/6
পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের সূচনায় হয় দেবী দুর্গার চক্ষুদান। বনেদি বাড়ি থেকে পোটোপাড়া সবাই নিষ্ঠা ভরে করে এই কাজ।
পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের সূচনায় হয় দেবী দুর্গার চক্ষুদান। বনেদি বাড়ি থেকে পোটোপাড়া সবাই নিষ্ঠা ভরে করে এই কাজ।
advertisement
2/6
চক্ষুদান শেষে শুরু হবে দেবীকে সাজানো, বেশভূষা অলঙ্কারে মৃন্ময়ী মা চিন্ময়ী রূপ ধারণ করবেন।
চক্ষুদান শেষে শুরু হবে দেবীকে সাজানো, বেশভূষা অলঙ্কারে মৃন্ময়ী মা চিন্ময়ী রূপ ধারণ করবেন।
advertisement
3/6
রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতে রথের দিন কাঠামো পুজো মহালয়ায় দেবীর চোখ পটুয়ার হাতে আঁকা হলেও মহাসপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশের পর দেবীর চক্ষুদান করতেন পুরোহিত।
রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতে রথের দিন কাঠামো পুজো মহালয়ায় দেবীর চোখ পটুয়ার হাতে আঁকা হলেও মহাসপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশের পর দেবীর চক্ষুদান করতেন পুরোহিত।
advertisement
4/6
যেহেতু মহালয়ার দিন দেবীপক্ষের সূচনা হয়, তাই পরবর্তীকালে মহালয়ার দিনই প্রতিমার চক্ষু আঁকার চল শুরু হয়।
যেহেতু মহালয়ার দিন দেবীপক্ষের সূচনা হয়, তাই পরবর্তীকালে মহালয়ার দিনই প্রতিমার চক্ষু আঁকার চল শুরু হয়।
advertisement
5/6
মহা সপ্তমীর সকালে শুদ্ধাচারে ডান হাতে কুশের অগ্রভাগ নিয়ে দেবী দুর্গাকে কাজল পরানো হয়। প্রথমে ত্রিনয়ন, তারপর বামচক্ষু এবং শেষে ডান চক্ষু আঁকা হয়।
মহা সপ্তমীর সকালে শুদ্ধাচারে ডান হাতে কুশের অগ্রভাগ নিয়ে দেবী দুর্গাকে কাজল পরানো হয়। প্রথমে ত্রিনয়ন, তারপর বামচক্ষু এবং শেষে ডান চক্ষু আঁকা হয়।
advertisement
6/6
রামায়ন অনুসারে, রাবণ বসন্ত কালে দেবী দুর্গার পুজো শুরু করেন। শ্রীরামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গাপুজোর আয়োজন করেন, যা শারদীয়া দুর্গাপুজো চলে আসছে বাংলায়
রামায়ন অনুসারে, রাবণ বসন্ত কালে দেবী দুর্গার পুজো শুরু করেন। শ্রীরামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গাপুজোর আয়োজন করেন, যা শারদীয়া দুর্গাপুজো চলে আসছে বাংলায়
advertisement
advertisement
advertisement