উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাতে ধসের জেরে আটকে পড়া ৫৫০ পর্যটককে সহায়তা সেনাবাহিনীর। সিকিম পুলিশের সহযোগিতায় সঠিক ভাবে তাদের গন্তব্যে ফিরিয়ে নিয়ে আসলো সেনাবাহিনী । চুংথাং থেকে উত্তর সিকিমের প্রধান পর্যটন গন্তব্য লাচুং যাওয়ার রাস্তার একাধিক স্থান ধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে । চুংথাং থেকে ২ কিমি উত্তরে একটি জায়গায়, একটি বিশাল ধসের জেরে ৫৫০ পর্যটক সহ প্রায় ১৫০ টি গাড়ি ধসের উভয় পাশে আটকে পরে । ভারী বৃষ্টিপাতের কারণে মোবাইল সংযোগও বিঘ্নিত হয় । (লেখা ও ছবি :অনির্বাণ রায়)
দিন গড়াতে থাকলে যোগাযোগের অভাবে এই যানজট আরো বাড়তে থাকে । ভারী বৃষ্টিপাত এবং হিমাঙ্কের তাপমাত্রা সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকে থাকা পর্যটক এবং স্থানীয়দের সর্বাত্মক সহায়তা করতে সেনাবাহিনী রাস্তায় নেমে তাদের প্রাণ দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করে নিজ গন্তব্যে পৌঁছতে সাহায্য করলো ।(লেখা ও ছবি :অনির্বাণ রায়)