Siliguri News: সিকিমে ধসে আটকে ৫৫০ জন পর্যটক! ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে! উদ্ধারে সেনাবাহিনী!

Last Updated:
উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাতে ধসের জেরে আটকে ৫৫০ জন পর্যটক! উদ্ধারে সহায়তা সেনাবাহিনীর। বহু ঘণ্টা ধরে আটকে ছিলেন তাঁরা! দেখুন ভয়াবহ ছবি
1/5
উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাতে ধসের জেরে আটকে পড়া ৫৫০ পর্যটককে সহায়তা সেনাবাহিনীর। সিকিম পুলিশের সহযোগিতায় সঠিক ভাবে তাদের গন্তব্যে ফিরিয়ে নিয়ে আসলো সেনাবাহিনী । চুংথাং থেকে উত্তর সিকিমের প্রধান পর্যটন গন্তব্য লাচুং যাওয়ার রাস্তার একাধিক স্থান ধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে । চুংথাং থেকে ২ কিমি উত্তরে একটি জায়গায়, একটি বিশাল ধসের জেরে ৫৫০ পর্যটক সহ প্রায় ১৫০ টি গাড়ি ধসের উভয় পাশে আটকে পরে । ভারী বৃষ্টিপাতের কারণে মোবাইল সংযোগও বিঘ্নিত হয় । (লেখা ও ছবি :অনির্বাণ রায়) 
উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাতে ধসের জেরে আটকে পড়া ৫৫০ পর্যটককে সহায়তা সেনাবাহিনীর। সিকিম পুলিশের সহযোগিতায় সঠিক ভাবে তাদের গন্তব্যে ফিরিয়ে নিয়ে আসলো সেনাবাহিনী । চুংথাং থেকে উত্তর সিকিমের প্রধান পর্যটন গন্তব্য লাচুং যাওয়ার রাস্তার একাধিক স্থান ধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে । চুংথাং থেকে ২ কিমি উত্তরে একটি জায়গায়, একটি বিশাল ধসের জেরে ৫৫০ পর্যটক সহ প্রায় ১৫০ টি গাড়ি ধসের উভয় পাশে আটকে পরে । ভারী বৃষ্টিপাতের কারণে মোবাইল সংযোগও বিঘ্নিত হয় । (লেখা ও ছবি :অনির্বাণ রায়) 
advertisement
2/5
দিন গড়াতে থাকলে যোগাযোগের অভাবে এই যানজট আরো বাড়তে থাকে । ভারী বৃষ্টিপাত এবং হিমাঙ্কের তাপমাত্রা সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকে থাকা পর্যটক এবং স্থানীয়দের সর্বাত্মক সহায়তা করতে সেনাবাহিনী রাস্তায় নেমে তাদের প্রাণ দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করে নিজ গন্তব্যে পৌঁছতে সাহায্য করলো ।(লেখা ও ছবি :অনির্বাণ রায়) 
দিন গড়াতে থাকলে যোগাযোগের অভাবে এই যানজট আরো বাড়তে থাকে । ভারী বৃষ্টিপাত এবং হিমাঙ্কের তাপমাত্রা সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকে থাকা পর্যটক এবং স্থানীয়দের সর্বাত্মক সহায়তা করতে সেনাবাহিনী রাস্তায় নেমে তাদের প্রাণ দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করে নিজ গন্তব্যে পৌঁছতে সাহায্য করলো ।(লেখা ও ছবি :অনির্বাণ রায়) 
advertisement
3/5
সেনাবাহিনী আটকে যাওয়া পর্যটকদের জল, খাদ্য এবং বয়স্ক ব্যক্তি এবং শিশুদের চিকিৎসা সেবার ক্ষেত্রে তাৎক্ষণিক ত্রাণ প্রদান করেছে । ঠান্ডা পরিস্থিতির জন্য কিছু পর্যটককে সহায়তার জন্য নিকটস্থ মেডিকেলে ফিরিয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে ।(লেখা ও ছবি :অনির্বাণ রায়) 
সেনাবাহিনী আটকে যাওয়া পর্যটকদের জল, খাদ্য এবং বয়স্ক ব্যক্তি এবং শিশুদের চিকিৎসা সেবার ক্ষেত্রে তাৎক্ষণিক ত্রাণ প্রদান করেছে । ঠান্ডা পরিস্থিতির জন্য কিছু পর্যটককে সহায়তার জন্য নিকটস্থ মেডিকেলে ফিরিয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে ।(লেখা ও ছবি :অনির্বাণ রায়) 
advertisement
4/5
বর্ডার রোড অর্গানাইজেশনও অ্যাকশনে নেমেছে কিন্তু দিনভর ভারী ধস এবং অভূতপূর্ব বৃষ্টির কারণে সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও রাস্তা খোলা সম্ভব হচ্ছিল না । কিছু পর্যটক অবরুদ্ধ স্থানে আট ঘন্টারও বেশি সময় আটকে ছিলেন ।(লেখা ও ছবি :অনির্বাণ রায়) 
বর্ডার রোড অর্গানাইজেশনও অ্যাকশনে নেমেছে কিন্তু দিনভর ভারী ধস এবং অভূতপূর্ব বৃষ্টির কারণে সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও রাস্তা খোলা সম্ভব হচ্ছিল না । কিছু পর্যটক অবরুদ্ধ স্থানে আট ঘন্টারও বেশি সময় আটকে ছিলেন ।(লেখা ও ছবি :অনির্বাণ রায়) 
advertisement
5/5
সিকিম পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় সমস্ত পর্যটকদের লাচুং-এ তাদের নিজ নিজ হোটেলের নিরাপত্তায় ফিরিয়ে আনা হয়েছে ।এর আগেও সেনাবাহিনী পর্যটকদের উদ্দেশ্যে এরকম দৃষ্টান্তমূলক কাজ করেছে এবং এদিনও পর্যটকদের বাহবা খুঁজে নিল সেনাবাহিনীর লোকেরা।(লেখা ও ছবি :অনির্বাণ রায়) 
সিকিম পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় সমস্ত পর্যটকদের লাচুং-এ তাদের নিজ নিজ হোটেলের নিরাপত্তায় ফিরিয়ে আনা হয়েছে ।এর আগেও সেনাবাহিনী পর্যটকদের উদ্দেশ্যে এরকম দৃষ্টান্তমূলক কাজ করেছে এবং এদিনও পর্যটকদের বাহবা খুঁজে নিল সেনাবাহিনীর লোকেরা।(লেখা ও ছবি :অনির্বাণ রায়) 
advertisement
advertisement
advertisement