একইভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর , হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অনেকটাই স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী।
রবিবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। বিগত বেশ কিছুদিনের মাত্রা অতিরিক্ত গরমের কারণে যে হারে নাকাল দশা হয়েছিল জেলার মানুষদের সেই তীব্র গরমের দাপট থেকে সামান্য হলেও রেহাই পেয়েছে সমগ্র জেলাবাসী।